এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৮ অক্টোবর : জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কলকাতায় গড়িয়াহাটে । পুলিশ জানিয়েছে, মৃতের নাম সুবীর চাকি (৬১) ও রবীন মণ্ডল (৬৫) । মৃতদের মধ্যে সুবীরবাবুর গাড়ির চালক ছিলেন রবীনবাবু । রবিবার রাতে গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে সুবীর চাকি নামে ওই বৃদ্ধের একটি বাড়ি থেকেই তাঁদের দু’জনের রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ । পরিবারের সন্দেহ তাঁদের দু’জনকেই নৃসংসভাবে কুপিয়ে খুন করা হয়েছে । তবে খুনের কারনে নিয়ে নিশ্চিত নন পরিবারের লোকজন । পুলিশ সোমবার মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ।
জানা গেছে,সুবীর চাকি সপরিবারে নিউটাউনে থাকতেন । তাঁর গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডের বাড়িটি ফাঁকাই পড়ে আছে । সম্প্রতি তিনি বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন । এনিয়ে কথাবার্তাও চলছিল । রবিবার এক ক্রেতার বাড়িটি দেখতে আসার কথা ছিল । তাই ওই দিন বিকেলে তিনি নিজের গাড়িতে চড়ে গড়িয়াহাটের বাড়িতে গিয়েছিলেন ।
জানা গেছে,অনেক রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরছেন না দেখে সুবীরবাবুর মোবাইলের ফোন করেন তাঁর পরিবারের লোকজন । কিন্তু ফোনের সুইচ অফ ছিল । তখন তাঁরা বিষয়টি প্রতিবেশীদের জানান । খবর দেওয়া হয় গড়িয়াহাট থানায় । এরপর পুলিশ গিয়ে বাড়ির দু’তলায় সুবীরবাবু ও তিন তলায় রবীনবাবুর রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে । মৃতদের গলা,পা ও হাতের কব্জিতে গভীর ক্ষতচিহ্ন ছিল বলে জানা গেছে । সুবীরবাবু কাঁকুলিয়া রোডের বাড়িতে যাওয়ার পর কেউ বা কারা তাঁর বাড়িতে এসেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ ।।