এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ আগস্ট : কলকাতায় বিজেপির ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কান্ড বেধে গেল । গ্রেফতার করা হল দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারী,প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীসহ বেশ কিছু নেতা ও কর্মীদের । সোমবার খেলা হবে দিবস পালনের কর্মসূচি নিয়েছে এ রাজ্যের শাসক দল । তারই অঙ্গ হিসাবে রাজ্যের ক্লাবগুলিকে প্রায় এক লক্ষ ফুটবল দেওয়ার ঘোষণা করেছে ক্রীড়া ও যুব কল্যান দফতর । আর এই খেলা হবে দিবস পালনের পালটা হিসাবেই এদিনই ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচি ঘোষণা করেছে রাজ্য বিজেপি ।
দলের পূর্ব ঘোষিত এই কর্মসুচি উপলক্ষে এদিন কলকাতার রাণী রাসমণী রোডে ধর্নায় বসেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীসহ নেতা ও কর্মীরা । যদিও এই কর্মসূচি পালনের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ । তা সত্ত্বেও এদিন ‘পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস’ কর্মসূচিকে সামনে রেখে বিজেপি প্রথমে রানি রাসমনি অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশ করে । পরে গাঁধী মূর্তির পাদদেশে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি নেতারা । এরপরই সেখানে যায় বিশাল পুলিশ বাহিনী । এদিকে পুলিশ পৌঁছতেই শুভেন্দুসহ বিজেপি নেতাদের নিরাপত্তায় নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । শেষে মহামারী আইনে (Disaster Management Act) এ আওতায় গ্রেফতার করা হয় বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী,জয়প্রকাশ মজুমদার, কল্যাণ চৌবে প্রভৃতি বিজেপি নেতাদের । লালবাজারের সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয় বিজেপি নেতা ও কর্মীদের ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বলেন, ‘আজ নাকি রাজ্যে ‘খেলা হবে’ দিবস হচ্ছে । রাজ্য জুড়ে ফুটবল ম্যাচ হচ্ছে, হাজার হাজার লোকের জমায়েত হচ্ছে । আর আমরা কলকাতার একটা জায়গায় অবস্থানে বসলেই আপত্তি ?’ গ্রেফতার হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘এটাই বাংলার গণতন্ত্র ।’।