এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),২২ সেপ্টেম্বর : মালদায় মাটির নিচে থেকে আচমকা ঠান্ডা হাওয়া ও জল বের হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল । বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজারের কোতুয়ালি বাসস্ট্যান্ড এলাকায় । বেরিয়ে আসা জলে গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে । তার সঙ্গে প্রবল বেগে হাওয়া বের হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয় বাসিন্দা ছবি রায়,মহম্মদ মাসুমরা বলেন, ‘এদিন দুপুর দুটো নাগাদ কোতুয়ালি বাসস্ট্যান্ডের এক জায়গায় হঠাৎ ছোটখাটো বিস্ফোরণের মত শব্দ হয়ে চারিদিকে জল ছিটকে পড়ে । তারপর মাটির তলা থেকে ঠাণ্ডা হাওয়া ও কম্পনের সঙ্গে বুদ্বুদের আকারে জল বের হতে থাকে । নিমেশের মধ্যে গোটা এলাকা জলমগ্ন হয়ে যায় । আর তলা থেকে বের হওয়া বাতাসের জোর এতটাই ছিল যে,কিছুটা পাশেই রাস্তা দিয়ে যাওয়ার সময় হাওয়ার তোড়ে উলটে পড়েন । যদিও কিছুক্ষণ পরেই সব কিছু স্বাভাবিক হয়ে যায় । আচমকা এই ঘটনায় আমরা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়ি । পরে জানা যায় আর্সেনিকমুক্ত পানীয় জলের পাইপ ফেটে যাওয়াতেই ওই ঘটনাটি ঘটেছে ।’।