এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,০৭ মে : আদালতের নির্দেশেমত শুক্রবার থেকে উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ এবং জ্ঞানভাপি মসজিদ কমপ্লেক্সের ভিডিওগ্রাফির কাজ শুরু হয়েছে । মসজিদ চত্বরে শ্রীঙ্গার গৌরী এবং অন্যান্য দেবতাদের মন্দিরের অবস্থান খুঁজে বের করার জন্য গত ৩০ এপ্রিল ভিডিওগ্রাফির নির্দেশ দিয়েছিল আদালত । শুরুর দিনে দু’পক্ষের প্রচুর মানুষ জড়ো হয়েছিল । শ্লোগান ও পালটা শ্লোগানের গোটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে । এদিকে আদালতের ভিডিওগ্রাফির নির্দেশের পর থেকেই বারাণসীর প্রতিটি কোণায় পুলিশের কড়া পাহারা মোতায়েন করা হয়েছে । বারাণসীর পুলিশ কমিশনার এ সতীশ গণেশ নিজেই নিরাপত্তা ব্যবস্থা সামলাতে পথে নেমেছেন ।পাশাপাশি এলআইইউ টিমসহ গোয়েন্দা ব্যুরোর দলগুলোও সিভিল ড্রেসে এলাকায় নজর রাখছে । তাই কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি । কিন্তু ওই উত্তেজনাকর পরিস্থিতির মাঝেই এক মুসলিম মহিলা কাশী বিশ্বনাথ মন্দিরের ৪ নম্বর গেটের সামনে আচমকা নামাজ পড়তে শুরু করে দেন । ফলে এই ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়ায় ।
যদিও দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী প্রথমে তাকে বিরক্ত করেনি । কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও ওই মহিলার নামাজ শেষ হচ্ছে না দেখে তাকে জোর করে সেখান থেকে সরিয়ে নিতে বাধ্য হয় পুলিশ । জানা গেছে,পরে পুলিশ জানতে পারে মহিলার নাম আয়েশা । বারাণসীর জৈতপুরা থানা এলাকায় তাঁর বাড়ি । ওই মহিলা মানসিকভাবে অসুস্থ । বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।।