এইদিন বিনোদন ডেস্ক,০৫ সেপ্টেম্বর : আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে বিবেক রঞ্জন অগ্নিহোত্রী (Vivek Ranjan Agnihotri) পরিচালিত বহু প্রতীক্ষিত বহুভাষিক ছবি “দ্য বেঙ্গল ফাইলস” (The Bengal Files)। মুক্তির দিনে এক্স-এ একটি আবেগঘন পোস্ট করেছেন পরিচালক । তিনি লিখেছেন,”দ্য বেঙ্গল ফাইলস” উপস্থাপন করছি। আমি এই ছবিটা হৃদয়ের যন্ত্রণা নিয়ে তৈরি করেছি। থিয়েটারে মানুষকে কাঁদতে দেখে আমি জানি যে ব্যথা তাদের আত্মাকে স্পর্শ করেছে । এটা এখন আপনাদের ছবি । দ্য বেঙ্গল ফাইলস এখন সিনেমা হলে এসে গেছে (পশ্চিমবঙ্গ ও পাকিস্তান বাদে)। আমাদের আশীর্বাদ করুন।”
বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় নির্মিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ বাংলার অধিকাংশ সিনেমা হলেই মুক্তি পায়নি । তবে দেশজুড়ে বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। শিরোনাম ঘোষণার পর থেকেই আলোচনায় রয়েছে এই ছবি। কলকাতায় বেসরকারি হোটেলে ছবিটির ট্রেলার লঞ্চ পর্যন্ত করতে দেওয়া হয়নি । নামকরণ থেকে শুরু করে বাংলার রাজনৈতিক দিক নিয়ে নানা বিতর্কের মুখে পড়েছে ছবিটি । ‘দ্য বেঙ্গল ফাইলস’ সিনেমাটির পাশাপাশি আজ মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ‘বাগি ৪’ । ‘দ্য বেঙ্গল ফাইলস’ হচ্ছে ‘দ্য ফাইলস ট্রিলজি’-র তৃতীয় কিস্তি। প্রথম কিস্তি ছিল ‘দ্য তাশখন্দ ফাইলস’ (২০১৯) এবং দ্বিতীয়টি ‘দ্য কাশ্মীর ফাইলস’ (২০২৩)।।