দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুন : বিগত প্রায় তিন বছর ধরে নোটিশ করে অন্যত্র সরে যাওয়ার জন্য আবেদন করেছিল রেল দপ্তর । তাতেও কাজ না হওয়ায় বুধবার সকাল থেকে জবরদখল উচ্ছেদ অভিযান চালালো রেলদপ্তর । এই উচ্ছেদ অভিযানের ফলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় রেলের জায়গায় ঝুপড়িতে বসবাসকারী বেশ কিছু হতদরিদ্র পরিবার এখন চরম বিপাকে পড়ে গেছে । এদিকে রেলের উচ্ছেদ অভিযানকে ‘অমানবিক’ আখ্যা দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
কাটোয়া স্টেশনের ম্যানেজার অরূপ সরকার জানান, রেলকর্মীদের কোয়ার্টারের সামনে রেলের জায়গার উপর ঝুপড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিল বেশ কিছু পরিবার । ফলে আবাসনে বসবাসকারীদের চরম সমস্যায় মধ্যে পড়তে হচ্ছিল । জায়গা খালি করে দেওয়ার জন্য ২০১৯ সাল থেকে একাধিকবার নোটিশ করা হয়েছিল ওই পরিবারগুলিকে । একসপ্তাহ আগে ফের নোটিশ করে জানিয়ে দেওয়া হয় । কিন্তু তাতেও জায়গা খালি না করায় এদিন উচ্ছেদ অভিযান চালানো হয় ।’
এদিন সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করে রেল । ঝুপড়ি,গুমটির দোকান ঘর ভেঙে ফেলা হয় । ফলে বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটছে ওই সমস্ত হতদরিদ্র পরিবারগুলির । এদিকে রেলের এই উচ্ছেদ অভিযানের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেন, ‘এটা চরম অমানবিক আচরন । অনেক পরিবার আশ্রয়হীন হয়ে গেল । বিজেপি সাধারণ মানুষের উপর রীতিমতো অত্যাচার শুরু করছে ।’ অন্যদিকে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি গোপাল চট্টোপাধ্যায় জানিয়েছেন, এটা রেলের বিষয় । তাই এনিয়ে কোনো মন্তব্য করবেন না ।।