এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ ফেব্রুয়ারী : হাওড়ার আমতায় ১.৬৯ কোটি টাকা মূল্যের রক্তচাপের ভেজাল ওষুধ উদ্ধারের ঘটনায় মান্না এজেন্সির মালিক বাবলু মান্নাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে ড্রাগ কন্ট্রোল আধিকারিকরা । পাশাপাশি ওই ওষুধ এজেন্সির গোডাউনও ‘সিল’ করে দেওয়া হয়েছে । এই ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তুলোধুনো করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষ । ঘটনা প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন,’নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে ওষুধের উপর লাগিয়ে চলছিল প্রতারণা। ভুয়ো ওষুধ রাজ্য জুড়ে বিক্রি হত রমরমিয়ে । আসলে তৃণমূল সরকারের সবটাই জালি। স্যালাইন কান্ডের প্রসূতি মৃত্যুর মত ঘটনা যখন সামনে আসে, হইহই হয় তখন মুখ্যমন্ত্রী কিছু লোককে সাসপেন্ড করে দেন। এর বেশি ব্যবস্থা নিতে গেলে তাঁর পার্টির লোকজন ফেঁসে যাবে। কিছুদিন আগেও ভুয়ো ওষুধ, কেমোর সন্ধান পাওয়া গেলেও সরকার বেমালুম সেটি চেপে গিয়েছিল।’
জানা গেছে,দীর্ঘ প্রায় দুই দশক ধরে ওষুধ ব্যবসায়ের সঙ্গে যুক্ত হাওড়ার আমতার ধৃত ব্যবসায়ী মান্না এজেন্সির মালিক বাবলু মান্না । দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কোম্পানির ওষুধ এনে বিক্রি করতেন তিনি । তার মধ্যে বিহার রাজ্য থেকে কিনে আনতেন জাল ওষুধ । বিহারের পাটনা থেকে সব মিলে ১ কোটি ৮৬ লক্ষ টাকার জাল ওষুধ কেনেন বলে অভিযোগ। তার মধ্যে মাত্র ১৭ লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। তাহলে বাকি বিপুল পরিমান ওষুধ কোথায় ? সেগুলি কি রোগীর পেটে চলে গেছে? এখন এই প্রশ্ন উঠছে ।
বাবলু মান্নার এই বেআইনি কারবার কিভাবে ধরা পড়ল?
যেটা জানা যাচ্ছে যে নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি রাজ্যের ওষুধ নিয়ামক সংস্থার দ্বারস্থ হয় । তাদের অভিযোগ ছিল যে মান্না এজেন্সি তাদের ওষুধের কিউআর কোড জাল করে ভেজাল ওষুধ বিক্রি করছে । আর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বাবলু মান্নার ভেজাল ওধুধ কারবারের হদিশ পায় ওষুধ নিয়ামক সংস্থার তদন্তকারী দল। এরপর বৃহস্পতিবার বিকেলে তদন্তকারী দলটি আমতায় মান্না এজেন্সির গোডাউনে হানা দেয় । উদ্ধার হয় বিপুল পরিমাণ ভেজাল ওষুধ । গ্রেফতার করা হয় বাবলু মান্নাকে ।শুক্রবার তাকে উলুবেড়িয়া আদালতে তোলা হলে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয় । উল্লেখ্য,সম্প্রতি মেয়াদ উত্তীর্ণ সেলাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছিল মেদিনীপুর জেলা হাসপাতালে । গুরুতর অসুস্থ হয় আরও কয়েকজন প্রসূতিও । ঘটনাকে ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্য জুড়ে । সেই বিতর্কের জের মিটতে না মিটতেই হাওড়ায় ভেজাল ওষুধ কান্ডে বিপাকে পড়ে গেছে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।।