প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৩ মে : সন্দেশখালির দলিত বোনেদের সাথে এত বড় অপরাধ হয়েছে যে পুরো দেশ আইনি শাস্তির দাবি করছে। বিজেপি প্রার্থীদের সমর্থনে শক্রবার বর্ধমানে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর জবাব দিতে এদিন মুখ্যমন্ত্রী পূর্ব বর্ধমানের রায়নয় অনুষ্ঠিত নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগকে হাতিয়ার করলেন।মোদির উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মেদিনীপুরের একটি মেয়েকে শ্লীলতাহানি করেছে। আপনি এই নিয়ে চুপ কেন? মেয়েটির কান্না আমাকে মনে আঘাত দিয়েছে।রাজ্যপাল মেয়েটিকে দু-দুবার শ্লীলতাহানি করেছে।আপনি তো সেখানেই কাল থেকে এলেন। তাহলে একটাও কথা বললেন না? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতার রাখা এই প্রশ্নের উত্তর আগামী দিন মোদি বা রাজ্যপালের তরফে আসে সেদিকেই এখন তাকিয়ে রাজ্যবাসী ।
বর্ধমান পূর্ব লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে পূর্ব বর্ধমানের রায়নার আলমপুরে নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।সেই সভায় বক্তব্য রাখতে উঠে তিনি এদিন প্রথম থেকেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান ।মোদি ও অমিত শাহের নাম না করে তিনি বলেন,মধুবাবু ও বিদুবাবু দুই ভাই।জগাই, গদাই, মাধাই। প্রধানমন্ত্রী বলেছেন,রাহুল গান্ধী কেন আমেঠি ও রায়বেরেলিতে দাড়াতে গেল।বেশ করেছে।উনি প্রধানমন্ত্রী।কোনটা বলা উচিৎ আর কোনটা বলা উচিত নয়,উনার জ্ঞান নেই।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে মোদির বক্তব্যের জবাব দিতে গিয়েও পাল্টা মোদিকেই নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন,আমরা শিক্ষক শিক্ষিকাদের চাকরি খেত দেব না।মাষ্টার মাইণ্ড মধু ও বিদু বাবু। এরা ওয়াসিং মেশিন। চোর ডাকাত ঢুকিয়ে দিয়ে সব সাধা হয়ে বেরিয়ে আসছে। মোদীবাবু কোথায় ছিলেন? আপনার দল ২৬ হাজার শিক্ষকের চাকরী খেয়েছে। সিপিএমকে দিয়ে মামলা করিয়ে।সিপিএম ও বিজেপি একজোট হয়ে চাকরি খাওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা ওদের চাকরি খেতে দেব না জীবন দিয়ে। ত্রিপুরায় দশ হাজার চাকরী বাতিল হয়ে গেছিল বাম আমলে।আর এখন আমরা চোর।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে মুখ্যমন্ত্রী আরো বলেন, “সবাই চোর,সবাই দুর্নীতিবাজ। আর আপনি সাধু? তৃণমূল আপনাদের কাছে দুর্নীতিতে চুনোপুঁটি। সব পঞ্চায়েত তো আমাদের নয়।শুধু মিথ্যা প্রচার।নিজে প্রচারের জন্য সিনেমা পর্যন্ত বানিয়েছেন। জল,রেশন, বাড়ি নাকি আপনি বিনা পয়সায় দিচ্ছেন? সন্দেশ খালি নিয়ে সন্দেশ দিয়ে বেড়াচ্ছেন। মহিলারা অসম্মানিত হয়।সন্দেশ খালিতে এমন কোন ঘটনা ঘটতে দিই নি।জমি জায়গা নিয়ে সমস্যা ছিল। সব মিটে গেছে।।