এইদিন বিনোদন ডেস্ক,০৫ জুন : কিংবদন্তি অভিনেত্রী নূতনের ৮৯ তম জন্মবার্ষিকী। তিনি তার সময়ে বেশ কয়েকটি বিখ্যাত ছবিতে অভিনয় করেছিলেন, যার মধ্যে রয়েছে মিলন , সওদাগর , মঞ্জিল , সরস্বতীচন্দ্র , ইত্যাদি। অমিতাভ বচ্চন তার ক্যারিয়ারের শুরুতে নূতনের সাথে সওদাগর ছবিতে সবচেয়ে স্মরণীয় ভূমিকায় অভিনয় করেছিলেন , তিনি অভিনেত্রীকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন ।
বচ্চন বলেছেন,’আসলে, নূতন ছিলেন…নূতন। অনন্য। অবিস্মরণীয়। অলৌকিক। ঐশ্বরিক। আমি তার সাথে আমার প্রথম দিকের একটি ছবি ‘ সওদাগর’-এ অভিনয় করেছিলাম । আমি সম্পূর্ণরূপে বিস্মিত হয়েছিলাম। তিনি খুব সহজেই একটি জটিল চরিত্রে অভিনয় করেছিলেন। তার চরিত্রের আবেগগত অবস্থা এত স্পষ্টভাবে তার মুখের উপর ফুটিয়ে তোলার দক্ষতা ছিল যে, তার চরিত্রটি কেমন অনুভব করছে তা জানার জন্য আমাদের কেবল তার মুখের দিকে তাকিয়ে থাকতে হত । তিনি আমাদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে গেছেন। দুঃখের বিষয়, আমি তার সাথে কেবল একটি ছবি করতে পেরেছি। কিন্তু ‘ সওদাগর’ -এ তার সাথে প্রতিটি দৃশ্য আমার স্মৃতিতে গেঁথে আছে। তার সংস্পর্শে আসা কেউই তাকে ভুলতে পারে না।’
প্রসঙ্গত,ব্রিটিশ ভারতে বোম্বে প্রেসিডেন্সির মুম্বইয়ে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় অভিনেত্রী ছিলেন নূতন । নূতন নামেই দর্শকমহলে সমধিক পরিচিত ছিলেন তিনি। বিশিষ্ট পরিচালক ও মারাঠি কবি কুমারসেন সমর্থ এবং তার অভিনেত্রী পত্নী শোভনা সমর্থের চার সন্তানের জ্যেষ্ঠ সন্তান ছিলেন নূতন । তনুজা ও চতুরা নাম্নী ছোট দুই বোন এবং এক ভাই ছিল। তন্মধ্যে তনুজা সফল অভিনেত্রী ছিলেন। শৈশবেই বাবা-মায়ের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। পরবর্তীকালে তনুজা’র কন্যা কাজলও সফল অভিনেত্রীর মর্যাদা লাভ করেছেন। নূতনের স্বামী রজনীশ বেহল। তিনি অভিনেতা মোহনিশ বহলের মা এবং অভিনেত্রী প্রনূতন বহলের ঠাকুমা । তাঁকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বাপেক্ষা পরিচ্ছন্ন নারী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তিনি মোট পাঁচবার ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন।।

