এইদিন ওয়েবডেস্ক,সুইডেন,২২ ফেব্রুয়ারী : ফের ইসলামের বিরুদ্ধে বিষোদগার করলেন সুইডেন শরণার্থী জীবন যাপন করা ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা (Salwan Momika) । নিজের সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল এনিয়ে তিনি লাগাতার টুইট করে যাচ্ছেন । সর্বশেষ টুইটে মমিকা লিখেছেন, ‘বোকা সাজবেন না । আপনাদের জানা উচিত… মুসলিমদের কেউই সুন্দর হয় না । প্রতিটি মুসলমানের ভিতরে একটি ছোট আইএসআইএস আছে,উপযুক্ত সময় পেলেই আপনার সামনে বেরিয়ে আসবে ।’ অন্য একটি টুইতে তিনি লিখেছেন,’তুমি কি জান যে মুসলিমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না, কিন্তু তারা ইউরোপে স্বাধীনতাকে কাজে লাগায় তাদের সন্ত্রাসী ধর্ম ছড়িয়ে দেওয়ার জন্য, যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না।’
সুইডেনবাসীদের উদ্দেশ্যে তার পরামর্শ, ‘আমি সাত তলা বিল্ডিংয়ে থাকি, সবাই উদ্বাস্তু। একটি মাত্র সুইডিশ পরিবার আছে। বিশ বছর পর কি হবে? আপনি না জাগলে ইতিহাস আপনাকে অভিশাপ দেবে। আপনার দেশ ইসলামী আগ্রাসনের মুখোমুখি ।’
সম্প্রতি ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পড়ানোর কথা ঘোষণা করেছিলেন সালওয়ান মোমিকা । কিন্তু সেই পরিকল্পনা তিনি বাতিল করে দিয়েছেন বলে জানিয়েছেন । পৃথক একটি টুইটে এই বিষয়ে তীরে লিখেছেন,’আমি গোটেবার্গে বিক্ষোভ প্রদর্শন করতে এবং সেখানে কোরান পোড়াবো বলে মনে করেছিলাম, কিন্তু আমি তা বাতিল করে দিয়েছি কারণ সুইডেনের স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। যদিও সুইডেনে ইসলামের উপস্থিতি জাতীয় নিরাপত্তা, সমাজ এবং সুইডিশ আইনের জন্য সবচেয়ে বড় হুমকি।’
সালওয়ান মোমিকার পুরো নাম সালওয়ান সাবাহ মাত্তি মোমিকা । ৩৮ বর্ষীয় এই খ্রিস্টান যুবক উত্তর ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। ইরাকে কুখ্যাত ইসলামী সন্ত্রাসবাদী সংগঠন ইসলামী স্টেটের ন্যাক্কারজনক কর্মকাণ্ড স্ব চোখে দেখেছেন মোমিকা । তারপর থেকেই ইসলামের প্রতি তার ঘৃণার জন্ম হয় । ইরাকে থাকাকালীনই ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই করা পপুলার মোবিলাইজেশন ফোর্সে যোগ দিয়েছিলেন ওই যুবক । যদিও পরে তিনি সুইডেনে শরণার্থী হিসেবে চলে আসেন । যোগদান সুইডেনের ডানপন্থী জাতীয়তাবাদী দল সুইডেন ডেমোক্র্যাটদের সাথে । বারে বারে তিনি ইসলামের প্রতি তীব্র ঘৃণার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন প্রকাশ্যে কোরান পুড়িয়ে । ২০২৩ সালে সুইডিশ মাইগ্রেশন এজেন্সি সিদ্ধান্ত নেয় যে মোমিকাকে দেশ থেকে বহিষ্কার করা হবে। কিন্তু সুইডেন সহ সমগ্র ইউরোপের দেশগুলিতে মোমিকার প্রতি ব্যাপক জনসমর্থনের কারণে সুইটি সরকার তাকে দেশ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিতে পারছে না । যদিও তার বহিষ্কারের বিষয়টি এখনো সুইডিস আদালতে বিচারাধীন রয়েছে ।।