এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৭ জুন : শেষ পর্যন্ত ‘AltNews’-এর সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেইরকে গ্রেফতার করল পুলিশ । এটি টিভি চ্যানেলে বিতর্কে অংশ নেওয়া বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার বক্তব্যের একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার পর থেকেই খবরের শিরোনামে ছিলেন বিতর্কিত এই সাংবাদিক । যে ভিডিও ক্লিপিংস নিয়ে গোটা বিশ্বজুড়ে আলোড়ন পড়ে যায় । মূলত পাকিস্থানসহ মুসলিম রাষ্ট্রগুলিকে নূপুর শর্মার বিরুদ্ধে ধর্মনিন্দার অভিযোগে সরব হতে দেখা যায় । এদিকে দেশের অভ্যন্তরে পালটা ধর্ম অবমাননার অভিযোগ উঠছিল মহম্মদ জুবেইরের বিরুদ্ধে । শেষ পর্যন্ত ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা এবং দুই সম্প্রদায়ের মধ্যে শত্রুতা সৃষ্টির অভিযোগে জুবেরকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ ।পুলিশ তাঁকে একটি গোপন জায়গায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ।
পুলিশ সুত্রে খবর ,এদিন দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল জুবেরের বিরুদ্ধে একটি মামলায় তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল । কিন্তু সদুত্তর না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে । মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে খবর । এদিকে মহম্মদ জুবেইরকে গ্রেফতারের বিরুদ্ধে সরব হয়েছেন ‘AltNews’-এর সহ-প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা ও কংগ্রেস নেতা শশী থারুর ।।