এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,১১ আগস্ট : অসুস্থতার বাহানা করেও হল না শেষ রক্ষা । শেষ পর্যন্ত অনুব্রত মণ্ডলকে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে এল সিবিআই । গরু পাচার মামলায় অভিযুক্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা প্রিয় ভাই ‘কেষ্ট’কে দুর্গাপুরের এনআইটির স্থায়ী সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হবে । সেখানে তাঁকে অ্যারেস্ট মেমোয় সই করানো হবে ।তারপর তাঁকে আসানসোল ইএসআইয়ে স্বাস্থ্য পরীক্ষার পর বিশেষ সিবিআই আদালতে তোলা হবে বলে সুত্রের খবর ।
বৃহস্পতিবার ভোরে বোলপুরের অনুব্রত মণ্ডলের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন সিবিআইয়ের ৮-১০ জনের একটি দল । সিআরপিএফ দিয়ে ঘিরে ফেলা হয় গোটা বাড়ি । আশপাশে ঘেঁষতে দেওয়া হয়নি তাঁর দেহরক্ষী ও পুলিশকেও । অনুব্রতকে জেরার পাশাপাশি বাড়ির দু’তলায় উঠে তল্লাশি চালায় সিবিআইয়ের আধিকারিকরা । এরপর সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ।
উল্লেখ্য,গরু পাচার মামলায় অনুব্রতকে মোট ১০ বার নোটিস পাঠিয়েছিল সিবিআই । তার মধ্যে একবার কলকাতা হাইকোর্টের সুরক্ষা কবজ পেয়েছিলে । সেই সময় অতিবাহিত হওয়ার পরেই তিনি ভর্তি হয়ে যান এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে । ফের একবার ফিসচুলার অস্ত্রোপচার করানোর নামে সিবিআইয়ের জেরা এড়ানোর মতলব করেছিলেন অনুব্রত । কিন্তু তাঁকে আর সে সুযোগ দিল না সিবিআই ।।