এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ ডিসেম্বর : ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে আজ শুক্রবারেই ‘কালীঘাটের কাকু’ তথা সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার পরিকল্পনা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । এদিন সকালে তাকে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কথা । তারপর ইএসআই হাসপাতালের চিকিত্সকরা অনুমতি দিলে এদিনই তাঁর কন্ঠস্বর পরীক্ষা করা হত । কালীঘাটের কাকুকে নিয়ে যাওয়ার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল,ছিল ৫ টি অ্যাম্বুল্যান্সও । কিন্তু শোনা যাচ্ছে যে বুকে ব্যথার কারণে বৃহস্পতিবার রাতে তাঁক আইসিইউতে ভর্তি করা হয়েছে ।
প্রসঙ্গত,রাজ্যের শিক্ষা দপ্তরের কোনো পদে না থেকেও নিয়োগ দু্র্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে মনে করছে ইডি ৷ ইডির আশা যে তাকে জেরা করে মিলতে পারে বহু গুরুত্বপূর্ণ তথ্য । কিন্তু গ্রেফতারির পর থেকে কার্যত হাসপাতালেই কাটিয়ে দিয়েছেন ‘কালীঘাটের কাকু’ । যেকারনে ইডির তদন্ত প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছে । এদিকে নিয়োগ দূর্নীতি মামলা শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট । ফলে এই দুর্নীতি মামলায় অত্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ‘কালীঘাটের কাকু’র ভয়েস স্যাম্পেল টেস্ট করার কাজ দ্রুত সারতে চেয়েছিল ইডি । সেই কারনে এদিন ইডির তরফে চুড়ান্ত প্রস্তুতিও নেওয়া হয়েছিল ৷ কিন্তু ধৃত ‘কালীঘাটের কাকু’র ফের অসুস্থ হওয়ার কারনে ইডির সেই পরিকল্পনা বানচাল হতে বসেছে । এখন ইডি ‘কালীঘাটের কাকু’র শারিরীক পরীক্ষা ভিন রাজ্যে করানোর জন্য আদালতে আবেদন করে কিনা সেটাই দেখার ।।