এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ ফেব্রুয়ারী : রাজ্যে একের পর এক নারী নির্যাতনের প্রেক্ষাপটে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জিকে কাঠগড়ায় তুললেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল । সংবাদমাধ্যমের সামনে অগ্নি মিত্রা পাল বলেন, কলকাতা শহরের ফুটপাতে ৭ মাসের শিশুকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় । কলকাতা শহরের সব থেকে ব্যস্ততম সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ‘অভয়া’কে ধর্ষণ করে ফোন করা হয় । ছোট্ট ন বছরের রুমা স্কুল থেকে ফিরে এসে বাবার সঙ্গে দেখা করে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করা হয় । ন্যাশনাল হাইওয়েতে একজন মহিলাকে কিছু ছেলে তাকে তাড়া করছিল । মহিলাকে ধাক্কা দেয় । এই দুর্ঘটনায় তার মৃত্যু হয়৷’ তিনি বলেন, ‘খুব দুর্ভাগ্যজনক এবং লজ্জার যে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা । একজন মহিলা হয়েও মহিলাদের সমস্যা, মহিলাদের নিরাপত্তা, মহিলাদের ইস্যু নিয়ে ওনার বেশি সরব হওয়া উচিত ছিল । উনি এবং ওনার সাগরেদরা যেমন বলেন সারা দেশের মধ্যে আমি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী । যদিও বর্তমানে তিনি একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী নন । তেমনি অন্যদিকে মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব এবং পুলিশ মন্ত্রী হিসেবে তার দায়িত্বগুলো তিনি পালন করেন না । কারণ মমতা ব্যানার্জির সরকার চলছে কিছু দুষ্কৃতীদের দ্বারা । ধর্ষক,খুনি, যারা মহিলাদের গায়ে হাত দেয় অত্যাচার করে, বোম বাঁধায়, রোহিঙ্গাদের ঢোকায়, জঙ্গিদের ঢোকায় তারাই আজকের রাজ্য চালাচ্ছে । এরকম চলতে থাকলে তো কারো সুরক্ষাই থাকবে না ।’
রবিবার রাতে দুর্গাপুরে মদ্যত যুবকদের দ্বারা ইভটিজিং এর শিকার হয়ে দুর্ঘটনায় তরুনীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল এক্স-এ লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাচারে আরেকটি মর্মান্তিক ক্ষতি! পানাগড়ের এক যুবতী রাস্তার ধারে উত্ত্যক্তকারী থেকে বাঁচতে গিয়ে তার গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন। এই ভয়ঙ্কর ঘটনা পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার ভয়াবহ বাস্তবতাকে উন্মোচিত করে। টিএমসির শাসনের অধীনে, গুন্ডারা অবাধে ঘুরে বেড়ায়, যখন মহিলারা ভয়ের মধ্যে বাস করে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অপরাধীদের রক্ষা করতে এবং বিরোধীদের কণ্ঠকে নীরব করতে ব্যস্ত, মহিলাদের জন্য মৌলিক সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে৷ এই নৈরাজ্য শেষ হওয়ার আগে আর কত প্রাণ হারাতে হবে? বাংলার নিরাপত্তা প্রাপ্য, সন্ত্রাস নয়! আইনশৃঙ্খলা পুনরুদ্ধার করার সময়।’।