এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে ২১ জুলাই সভাতে নাকি তেমন ভিড়ই হয়নি ৷ এমনই দাবির সপক্ষে নিজের এক্স হ্যান্ডেলে একটা ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভাষণ দিতে শোনা যাচ্ছে । এদিকে তখন মঞ্চের অদূরে কিছু মানুষকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে৷ শুভেন্দু আজকে কলকাতার ধর্মতলায় মমতা ব্যানার্জির একুশে জুলাইয়ের সভা নিয়ে বিদ্রুপ করে লিখেছেন,”হাওয়া খারাপ”। ব্রয়লার মুরগির ডিমের ঝোল ও মাংস ভাতেও কাজ হলো না !’
উল্লেখ্য,আজ সোমবার একুশে জুলাইয়ের সভায় মমতা- অভিষেকের নিশানায় ছিল শুধু বিজেপি । একদিকে মমতা যখন ভিন রাজ্যে বাঙালিদের উপর কথিত নির্যাতন নিয়ে “ভাষা আন্দোলনের হুঙ্কার দিয়েছেন, পাশাপাশি অন্যদিকে ২৬শে বিজেপিকে রাজ্য থেকে নির্মূল করার কথা ঘোষণা করেছেন অভিষেক৷ সেই সাথে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি দেন মমতা । গুনে গুনে ৯৪টি প্রকল্পের নাম করে তিনি বলেন,’এর মধ্যে কতগুলো সুবিধা আপনি পান দেখুন ।’ সেই সাথে তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে হুঙ্কার দিয়ে বলেছেন,’বাংলার একজনের নামও যদি ভোটার তালিকা থেকে বাদ যায়, তাহলে রাস্তায় নেমে আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস ।’
প্রসঙ্গত,বাংলাদেশি ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভোটের তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন । বর্তমানে বিহারে এই কাজ চলছে । চলতি মাসের সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংস্কারের কাজ শুরু করবে কমিশন । বিজেপির অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের বদান্যতায় ১০ লাখের অধিক অনুপ্রবেশকারী এরাজ্যের ভোটার বনে গেছে এবং তারা এখন তৃণমূলের কোর ভোটব্যাংক । যেকারণে মমতা ব্যানার্জি ও তার দল বারবার অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার বিরোধিতা করছে বলে অভিযোগ ।।

