এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,০৭ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিজয়রথ । ফের নন্দীগ্রামের একটা সমবায়ে শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হল শাসকদল তৃণমূল কংগ্রেসকে । নন্দীগ্রাম-২ নং ব্লকের মঙ্গলচক, নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ৩৫-৭ ফলাফলে ধরাশায়ী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল । বিজেপিকে হারাতে কংগ্রেসের সঙ্গে জোট করেও শেষ রক্ষা হয়নি ।
শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নন্দীগ্রাম বিধানসভায়, নন্দীগ্রাম-২ নং ব্লকের মঙ্গলচক, নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর পরিচালন সমিতি নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে ৩৫-৭ ফলাফলে চোরেদের পরাজিত করে রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করেছেন। রাষ্ট্রবাদীদের নির্বাচিত করার জন্য ভোটদাতা সকল সমবায়ী বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি এবং নির্বাচিত সকল সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানাই।’
প্রসঙ্গত,নন্দীগ্রাম-২ নং ব্লকের মঙ্গলচক, নারায়ণচক ও চিরঞ্জীবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড-এর মোট আসন ৪২টি । বিজেপি সবকটি আসনেই প্রতিদ্বন্দ্বীতা করে । সিপিএম ১২টি আসনে প্রার্থী দেয় । অন্যদিকে কংগ্রেস ও তৃণমূল ‘সমবায় ঐক্য মঞ্চ’ গড়ে ৪১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে । তার মধ্যে বিজেপি ৩৫টি আসনে জয়ী হয়েছে। কংগ্রেস ও তৃণমূল জোট ৭টি আসন জিতেছে৷ কিন্তু খাতাই খুলতে পারেনি সিপিএম সমর্থিত প্রার্থীরা ।।