এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ ডিসেম্বর : অজ্ঞার নরপশুর লালসা থেকে রেহাই পেল না মাত্র ৭ মাসের শিশুকন্যাও । খাস রাজ্যের রাজধানী শহর কলকাতায় ভর দুপুরে পথশিশুকে তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায় ওই নরাধম । শিশুটির মা-বাবার আস্তানা থেকে প্রায় ১০০ মিটার দূরে যন্ত্রণায় কাতরানো শিশুটিকে উদ্ধার করা হয় । উত্তর কলকাতার বড়তলা থানা এলাকার এই ঘটনায় ফের এরাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে । পুলিশ অজ্ঞাত ধর্ষকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারাসহ একাধিক মামলা দায়ের করেছে । পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ধর্ষককে চিহ্নিত করার চেষ্টা করছে । তবে গত শনিবার ঘটনার পর পুলিশ এখনো তার হদিশ করতে পারেনি বলে জানা গেছে ।
শনিবার এক ফুটপাতবাসী দম্পতির ওই ৭ সাত মাসের শিশুকন্যাটি হঠাৎ নিখোঁজ হয়ে যায় । তারা বিষয়টি বড়তলা থানাতে জানান । এদিকে ওইদিন বেলা পৌনে দুটো নাগাদ দম্পতির আস্তানা থেকে প্রায় ১০০ মিটার দূরে এক বাসিন্দা দেখেন বাড়ির সামনে ফুটপাথে শিশুটিকে তারস্বরে কাঁদতে দেখে পুলিশকে খবর দেয় । পরে পুলিশের কাছ থেকে খবর পেয়ে দম্পতি সেখান্র গিয়ে দেখেন শিশুটি তাদেরই সন্তান । এরপর পুলিশ শিশুটিকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে ৷ শিশুটির শারিরীক পরীক্ষা করতে গিয়ে চিকিৎসকরা কার্যত চমকে ওঠেন । কারন শিশুর গোপনাঙ্গসহ গোটা শরীরে পাওয়া যায় একাধিক ক্ষতচিহ্ন ৷ পরীক্ষায় শিশুকে যৌন নির্যাতনের প্রমান পাওয়া গেছে বলে জানা গেছে । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা দুধের শিশুটি ।।