এইদিন ওয়েবডেস্ক,মানিকচক(মালদা),২৩ আগস্ট : ভাগিরথীর জল বাড়তেই ব্যাপক ভাঙ্গন শুরু হল মালদা জেলার মানিকচকের নারায়নপুর চড়ে । ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায় । বিগত দুদিন ধরে দ্রুত হারে ভাঙ্গন অব্যাহত রয়েছে । বেশ কিছু পাকা বাড়িসহ চাষের জমি নদী গর্ভে তলিয়ে গেছে । তলিয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়টিও ।
দেখুন ভিডিও :
নারায়নপুর চড়ে কয়েকশো মিটার চাষের জমি ইতিমধ্যেই গ্রাস করে নিয়েছে ভাগিরথী । নারায়ণপুর চড়ে বর্তমানে কয়েকশ পরিবার বসবাস করছে । ভাগিরথীর এই রুদ্র রূপ দেখে তাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে । তাঁদের আশঙ্কা,নারায়নপুর চড়ের যেটুকু অবশিষ্ট আছে তা যেকোনো সময় ভাগিরথীর গ্রাসে চলে যেতে পারে । স্থানীয় বাসিন্দাদের দাবি,তাঁদের পুনর্বাসনের ব্যাবস্থা করুক রাজ্য সরকার ৷।