এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০১ মার্চ : বৃহস্পতিবার কলকাতায় শুভেন্দু-সুকান্তের হাত থেকে বিজেপির পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ব্যারাকপুরের বাসিন্দা কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী । তার দিন দুয়েক আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠি পাঠিয়ে দলত্যাগের কারন ব্যাখ্যা করেছেন তিনি । কৌস্তুভ জানিয়েছেন যে আত্মসম্মান নিয়ে কংগ্রেসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয় । চিঠির প্রতিলিপি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের সভাপতি ও কেন্দ্রীয় পর্যবেক্ষককেও । বিজেপিতে যোগদানের পরেই কৌস্তভ বাগচীর প্রথম টুইট হল,’জীবনের এক নতুন অধ্যায় পদার্পণ করলাম, যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ,যারা সাথে ছিলেন না তাদের প্রতি অভিযোগ অভিমান নেই । দেখা হবে লড়াইয়ের ময়দানে।’ পাশাপাশি তিনি হ্যাশট্যাগ “মমতা হাটাও, রাজ্য বাঁচাও” ব্যবহার করেছেন ।
গত বছর কৌস্তুভ বাগচীকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশ । যদিও তিনি জামিন পেয়ে যান । আদালত থেকে বেরিয়েই তার শপথ ছিল, “মমতা ব্যানার্জির সরকারকে উৎখাত” না করা পর্যন্ত তিনি চুল রাখবেন না । বৃহস্পতিবার মুণ্ডিত মাথায় একটা কাপড় জড়িয়েই বিজেপিতে যোগদান করতে যান তিনি ।
বিগত ১৪ বছর থেকে কংগ্রেসের সঙ্গে যুক্ত ব্যারাকপুরের এই তরুন নেতা । কংগ্রেস সেবাদল, ছাত্র পরিষদ,যুব কংগ্রেসে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন কৌস্তুভ । এক সময় প্রদেশ কংগ্রেসের মুখপাত্রও ছিলেন তিনি ৷ বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে তাকে । কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে কংগ্রের জোট করাকে তিনি মেনে নিতে পারেননি । এনিয়ে প্রকাশ্যে একাধিকবার দলের বিরুদ্ধে বিষোদগার করেছিলেন তিনি । তখন থেকেই জল্পনা চলছিল যে কৌস্তুভ দলত্যাগ করবেন । অবশেষে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি বিজেপির হাত ধরলেন ।।