এইদিন স্পোর্টস নিউজ,১৮ সেপ্টেম্বর : প্রথমবারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এক লাফে ৭ ধাপ এগিয়েছেন তিনি। লিভিংস্টোনের বড় লাফে ১ থেকে ৭ নম্বরে থাকা সবাই এক ধাপ করে পিছিয়ে গেছেন। রবিবার শেষ হওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে লিভিংস্টোন হয়েছেন সিরিজসেরা। শেষ ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে হয়েছে দুই ম্যাচ। সাউদাম্পটন ও কার্ডিফে হওয়া ম্যাচ দুটিতে দুর্দান্ত ছিলেন লিভিংস্টোন। প্রথম ম্যাচে বল হাতে ২২ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। ব্যাট হাতে ২৭ বলে করেছেন ৩৭ রান। পরের ম্যাচে ৪৭ বলে খেলেন ৮৭ রানের বিধ্বংসী এক ইনিংস। বল হাতেও নিয়েছেন দুটি উইকেট।
১-১ সমতায় শেষ হওয়া সিরিজটিতে ব্যক্তিগত পারফরম্যান্সে ক্যারিয়ারে সর্বোচ্চ ২৫৩ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই ক্রিকেটার। র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে দুইয়ে নেমে গেছেন স্টয়েনিস, তার রেটিং ২১১। সিকান্দার রাজার রেটিং ২০৮ ও সাকিবের ২০৬।
অলরাউন্ডারের পাশাপশি ব্যাটিংয়েও এগিয়েছেন লিভিংস্টোন। এখন পর্যন্ত ৫০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটার ব্যাটিংয়ে ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৩ নম্বরে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। বোলারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা এক ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ের ১ থেকে ৬ পর্যন্ত সবই এখন স্পিনারদের দখলে। শীর্ষ থেকে যথাক্রমে আদিল রশিদ, আকিল হোসেন, রশিদ খান, গুড়াকেশ মোতি ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।।