এইদিন স্পোর্টস নিউজ,২৪ জুলাই : অস্ট্রেলিয়ায় আগামী অ্যাশেজের আগে কোনো রাজ্য দল বা স্থানীয় কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলবে না ইংল্যান্ড। মহারণের আগে বেন স্টোকসের দল খেলবে ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) বিপক্ষে। সেটিই হবে তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া বৃহস্পতিবার জানায়, অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড লায়ন্সের তিন ম্যাচের সফরের প্রথমটি হবে ইংল্যান্ড টেস্ট দলের সঙ্গে।
পার্থের পূর্বাঞ্চলের শহরতলি লাইলাক হিলে হবে ম্যাচটি, যেটি মিডল্যান্ড গিলফোল্ড ক্রিকেট ক্লাবের ঘরের মাঠ। তিন দিনের ম্যাচটি শুরু ১৩ নভেম্বর। পার্থের অপ্টাস স্টেডিয়ামে অ্যাশেজ শুরু ২১ নভেম্বর। নব্বইয়ের দশকে অস্ট্রেলিয়া সফরে যাওয়া সব দলই সাধারণত সফর শুরু করত এই লাইলাক হিল পার্কে একটি ৫০ ওভারের ম্যাচ দিয়ে। অনেক বছর ধরেই সেই ধারায় বদল এসেছিল। এবার তা ফিরল ভিন্ন রূপে।
ইংল্যান্ড এবার প্রস্তুতি পর্বে অনেকটা অনুসরণ করল গত মৌসুমের ভারতের কৌশলকে। ভারতীয় দলও অস্ট্রেলিয়ান কোনো প্রতিপক্ষের সঙ্গে না খেলে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচটি হয়েছিল পার্থের ঐতিহ্যবাহী ওয়াকা স্টেডিয়ামে। ভারতের ম্যাচটি ছিল বদ্ধদুয়ার, বাইরের কারও প্রবেশাধিকার সেখানে ছিল না। ইংল্যান্ডের সেই সুযোগ নেই। সোয়ান নদীর ধারে লাইলাক হিল পার্ক মাঠটি উন্মুক্ত আঙিনা। ওয়াকা স্টেডিয়ামে ইংলিশদের খেলার সুযোগ নেই, কারণ ওই সময় সেখানে চলবে শেফিল্ড শিল্ডের ম্যাচ।
টেস্ট দলের সঙ্গে লড়াইয়ের পর ইংল্যান্ড লায়ন্স দ্বিতীয় ম্যাচটি খেলবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের সঙ্গে, যেখানে খেলবেন অস্ট্রেলিয়ার উঠতি ক্রিকেটাররা। লাইলাক হিলেই হবে ম্যাচটি। শেষ ম্যাচটি তারা খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সঙ্গে, ব্রিজবেনের অ্যালান বোর্ডার মাঠে। অ্যাশেজের পাশাপাশিই চলবে ইংল্যান্ড লায়ন্সের এই সিরিজ। প্রয়োজনে অ্যাশেজের দলের কোনো ক্রিকেটারকে অনুশীলনের জন্য বা বাজিয়ে দেখতে লায়ন্সের হয়ে খেলাতে পারে ইংল্যান্ড।।