• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সিরিজের মাঝে দেদার মদ্যপান করে মাতলামি করল ইংল্যান্ডের ক্রিকেটারা  

Eidin by Eidin
December 24, 2025
in খেলার খবর
সিরিজের মাঝে দেদার মদ্যপান করে মাতলামি করল ইংল্যান্ডের ক্রিকেটারা  
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২৪ ডিসেম্বর : অস্ট্রেলিয়ায় গিয়ে অ্যাশেজ ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন সময়ে অ্যাশেজ হেরেছে ইংলিশরা। মাত্র ১১ দিনেই শেষ হয়েছে ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজ জয়ের আশা । পার্থ, ব্রিসবেনে ভরাডুবির পর অ্যাডিলেডেও পরাজিত হয়েছে ব্রেন্ডন ম্যাককালামের দল। মেলবোর্ন ও সিডনিতে হতে যাওয়া সিরিজের শেষ দুটি টেস্ট তাই কার্যত নিয়মরক্ষার ম্যাচে পরিণত হয়েছে।

অস্ট্রেলিয়ায় বেন স্টোকসদের এমন ভরাডুবি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে ইংলিশ সংবাদমাধ্যমে। কেউ স্টোকসদের ওপর দায় চাপাচ্ছেন তো কেউ দোষ দিচ্ছেন বাজবল কৌশলকে। এমন আলোচনা- সমালোচনার মধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে ইংলিশ ক্রিকেটারদের নিয়ে। অভিযোগ উঠেছে, দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝের সময়টাতে দেদার মদ্যপান করেছে ইংল্যান্ডের খেলোয়াড়েরা। আর এ অভিযোগের তদন্ত করার ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বিতর্কটা শুরু হয়েছে ইংলিশ ক্রিকেটারদের নুসা সফরকে ঘিরে। পার্থ ও ব্রিসবেনে ভরাডুবির পর কুইন্সল্যান্ডের পর্যটন শহর নুসায় কয়েকদিনের জন্য ছুটি কাটাতে যায় ইংল্যান্ড দল। অভিযোগ উঠেছে, ওই ছুটিতে দেদার মদপান করে মাতলামি করেছে ইংলিশ ক্রিকেটাররা। ওই সময়কার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে। গতকাল মঙ্গলবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা গেছে, নেশাগ্রস্ত বেন ডাকেট টিম হোটেলে ফিরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না।অবশ্য ইসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সত্য-মিথ্যা যাচাই করা হবে। আর এই ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টা আগেই ইংল্যান্ড দলের পরিচালক রব কি নিশ্চিত করেছিলেন, নুসা শহরের সফরটি নিয়ে তদন্ত করা হবে।

ইংল্যান্ড দলের এই পরিচালক বলেছেন, ‘যেমনটা বলা হচ্ছে, আমাদের খেলোয়াড়রা বাইরে গিয়ে অতিরিক্ত মদ্যপান করেছেন, যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে বিষয়টি অবশ্য আমরা তদন্ত করব। আমি নিজে মদ্যপান করি না। আন্তর্জাতিক কোনো ক্রিকেট দলের কেউ অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করছে- যেকোনো ক্ষেত্রেই আমি এমনটা আশা করি না।’ রব কি আরও বলেছেন, ‘আমরা নিরাপত্তা বাড়িয়ে দিয়েছি। ওখানে কী ঘটেছিল, সেটা জানার যথেষ্ট উপায় আমাদের আছে। আর এখন পর্যন্ত যা শুনেছি। তারা সেখানে লাঞ্চ করেছে, ডিনার করেছে। দেরিতে বাইরে যায়নি। আর দুয়েকটা পানীয় নিয়েছে মাত্র। এতে আমার কোনো আপত্তি নেই।’

ইংলিশ ক্রিকেটারদের নুসায় যাওয়ার রব এ ব্যাপারটিকে অবশ্য ‘ছুটি’ হিসেবে উল্লেখ করেনি ইসিবি। বরং বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এক বছর আগে থেকেই এমন পরিকল্পনা করেছিলেন দলটির কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তাঁর বিশ্বাস ছিল, এই বিরতি দলের খেলোয়াড়দের সতেজ করবে! আর ওই সময় অনুশীলনের সূচি না থাকায় দলের বেশ কয়েকজন ক্রিকেটার নুসায় যান অবসর উপভোগ করতে। সেখানেই ঘটে বিপত্তি।

উল্লেখ্য,ডাকেটের বিরুদ্ধে মদ্যপান বা পানীয় নিয়ে অভিযোগ এই প্রথম নয়। এর আগে ২০১৭-১৮ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে সতীর্থ জেমস অ্যান্ডারসনের গায়ে পানীয় ঢেলে দিয়ে ইংল্যান্ড লায়ন্স দল থেকে বাদ পড়েছিলেন বেন ডাকেট।এছাড়া অ্যাশেজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংলিশদের সাম্প্রতিক সিরিজে শেষ ওয়ানডের আগের রাতে হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের মদ্যপানরত অবস্থায় ছবি প্রকাশ পায়। সেটি নিয়ে এ দুজনের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন রব কি।

সমালোচনা হলেও ইসিবি পরিচালক ক্রিকেটারদের পক্ষে সাফাই গেয়েছেন। তবে অতিরিক্ত মদ্যপানের পক্ষে নন তিনি। এ প্রসঙ্গে রব কি বলেছেন, ‘পুরো শীতকালীন মৌসুমে হ্যারি ব্রুক মোটে ৬ দিনের জন্য বাড়িতে থাকতে পারবেন। জফরা আর্চার বিশ্বকাপ খেলতে যাবে, এরপর আইপিএল খেলবে। সে কারণে একাধিক সংস্করণে খেলা ক্রিকেটারদের জন্য একটু দূরে গিয়ে স্বাভাবিক জীবন যাপন করা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেটা যদি অতিরিক্ত মদ্যপানে রূপ নেয় বা কোনো স্ট্যাগ পার্টির মতো হয়ে যায়, সেটা একেবারেই গ্রহণযোগ্য নয়।’।

Previous Post

আসামে সহিংস বিক্ষোভ : একজন প্রতিবন্ধী ব্যক্তিসহ দুইজন নিহত; পুলিশসহ আহত কয়েক ডজন  

Next Post

শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্ : রোজ সকালে এই স্তোত্র পাঠে সুস্বাস্থ্য, সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে

Next Post
শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্ : রোজ সকালে এই স্তোত্র পাঠে সুস্বাস্থ্য, সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে

শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্ : রোজ সকালে এই স্তোত্র পাঠে সুস্বাস্থ্য, সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে

No Result
View All Result

Recent Posts

  • ২২ বছর বয়সী প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করল হায়দ্রাবাদের ৩৬ বছরের পূর্ণিমা ; এক পরিকীয়া সম্পর্কের মর্মান্তিক পরিণতির সত্য কাহিনী 
  • বাংলাদেশের নওগাঁয়ে দিঘি খননের সময় দুষ্প্রাপ্য সুপ্রাচীন কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার  
  • মালদায় প্রকাশ্য রাস্তায় দশম শ্রেণির ছাত্রীর গলা কেটে পালালো যুবক 
  • শ্রী আদিত্য দ্বাদশ নাম স্তোত্রম্ : রোজ সকালে এই স্তোত্র পাঠে সুস্বাস্থ্য, সুখ এবং সৌভাগ্য নিয়ে আসে
  • সিরিজের মাঝে দেদার মদ্যপান করে মাতলামি করল ইংল্যান্ডের ক্রিকেটারা  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.