এইদিন ওয়েবডেস্ক,ওয়েলিংটন,২৭ মার্চ : বাংলাদেশকে ১০০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় দল হিসেবে আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড । অন্যদিকে ‘ডু অর ডাই’ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি ভারত । টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত । নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৪ রান করে । এখন সেমিফাইনালে উঠতে গেলে ভারতকে এই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে । এই পরিস্থিতিতে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে কিনা সেটাই দেখার ।
এদিন প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩৫ রানের লক্ষ্য রেখেছিল ইংল্যান্ড । জবাবি ব্যাটিং করতে নেমে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ । ইংল্যান্ডের তরফে ড্যানিয়েল ওয়াট ৬,বিউমন্ট ৩৩, নাটালি স্কাইভার ৪০,অ্যামি জোনস ৩১ এবং ডানলি ৭২ বলে ৬৭ রান করেন । নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩৪ রান তুলতে সক্ষম হয় ইংল্যান্ড । লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরু করে খুব ধীরগতিতে । ইংল্যান্ডের দাপুটে বোলিংয়ের সামনে রান তুলতে পারেননি বাংলাদেশের ওপেনাররা । ১৮তম ওভারের ৫ ম বলে ৪২ রানে শারমিন আখতারকে (২৩) আউট করে বাংলাদেশকে প্রথম ধাক্কা দেন একলেস্টোন । এরপর শুধুমাত্র লতা মন্ডল ৩০ রানের স্কোর ছুঁতে সক্ষম হন এবং ৪৮ ওভারে পুরো বাংলাদেশ দলই গুটিয়ে যায় । ইংল্যান্ডের হয়ে এক্লেস্টোন ও শার্লট ডিন তিনটি করে উইকেট নেন ।
সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার সামনে ২৭৫ রানের লক্ষ্য রাখে মিতালি রাজের নেতৃত্বাধীন ভারতীয় দল । শেফালি ভার্মা এবং স্মৃতি মান্ধানা দ্রুত শুরু করেছিলেন । প্রথম উইকেটে দুজনে মিলে ১৫ ওভারে যোগ করেন ৯১ রান । সমন্বয়ের অভাবে শেফালি রানআউট হয়ে যান । তৃতীয় স্থানে ব্যাট করতে আসা ইয়াস্তিকা ভাটিয়াও দ্রুত আউট হন । ফলে সাময়িক চাপে পড়ে যায় ভারত । পরে হাল ধরেন অধিনায়ক মিতালি রাজ ও মন্ধানা । তৃতীয় উইকেটে ৮০ রান করেন । শেষ পর্যন্ত হরমনপ্রীত কৌরের ৪৮ রানের দুর্দান্ত ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোরে নিয়ে যায় । স্মৃতি মান্ধানা ৭১, শেফালি ভার্মা ৫৩ এবং মিতালি রাজ ৬৮ রান করেছেন । জবাবি ব্যাটিং করতে নেমে ভারতীয় সময় বেলা ১২ টা পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ২২ তম ওভারে এক উইকেট হারিয়ে করেছে ১১৯ রান ।।
ছবি : আইসিসি ট্যুইটার হ্যান্ডেল থেকে নেওয়া ।