এইদিন ওয়েবডেস্ক,ক্যালিফোর্নিয়া,১৫ ডিসেম্বর : কিছু দিন আগে ভ্যাকসিন না নেওয়ার জন্য একজন সৈন্যকে বরখাস্ত করেছিল আমেরিকা । এবার একশনের মেজাজে গুগুল । জানা গেছে, গুগল তার কর্মীদেরও এই বলে সতর্ক করে দিয়েছে যে, যারা ভ্যাকসিন নেননি বা ভ্যাকসিন না নেওয়ার কথা বলছেন তাঁদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে ।
বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী শেষ করার সবচেয়ে বড় অস্ত্র হিসেবে আবির্ভূত হয়েছে ভ্যাকসিন । ভারতে ১০০ কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন পেয়েছেন । অন্যান্য অনেক দেশেও পুরোদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া । কিন্তু এই পরিস্থিতিতেও এমন কিছু মানুষ আছে যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক নয় । এমন মানসিকতার কর্মীদের এবার সরাসরি আল্টিমেটাম দিল গুগুল ।
এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন সুত্রে জানা গেছে,গুগুল তার কর্মীদের ৩ ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনেশনের শংসাপত্র আপলোড করার নির্দেশ দিয়েছিল । একটি চিঠির মাধ্যমে ওই নির্দেশ দেওয়া হয় । এখন গুগল সরাসরি কর্মীদের সাথে যোগাযোগ শুরু করেছে । গুগল কর্তৃপক্ষের স্পষ্ট নির্দেশ,নতুন বছরের ১৮ জানুয়ারীর মধ্যে যদি কোনও কর্মচারী ভ্যাকসিন নেওয়ার বিষয়ে তথ্য না দেয় তবে তাকে প্রথমে ৩০ দিনের জন্য ‘পেইড অ্যাডমিনিস্ট্রেটিভ লিভ’-এ রাখা হবে । এর পরে ছয় মাসের জন্য ‘অনপেইড ব্যক্তিগত ছুটি’তে পাঠিয়ে দেওয়া হবে । পরিশেষে অব্যাহতি দেওয়া হবে চাকরি থেকে ।
গুগল জানিয়েছে, জানুয়ারিতে তাঁরা অফিস শুরু করতে চলেছে । আগামী ১০ জানুয়ারী থেকে কর্মীদের সপ্তাহে অন্তত ৩ দিন অফিসে আসতে হবে । তারপর ধীরে ধীরে ‘ওয়ার্ক ফ্রম হোম’ নীতি বাতিল করা হবে । ওমিক্রনের আবির্ভাবের কারনে এখনই অফিসে ফিরে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে না বলে জানিয়েছে গুগুল কর্তৃপক্ষ ।।