এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ আগস্ট : প্রয়াত হলেন প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহ । দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । শ্বাসকষ্টজনিত সমস্যার কারনে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু তিনি রবিবার রাত ১১টা ২৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর ৷ তাঁর মৃত্যুতে বাংলার সাহিত্য জগতে শোকের ছায়া নেমে এসেছে ।
কলকাতার বালিগঞ্জের ফ্ল্যাটে থাকতেন প্রবীন এই সাহিত্যিক । তিনি ১৯৩৬ সালে ২৯ জুন কলকাতাতেই জন্মগ্রহন করেছিলেন বুদ্ধদেব গুহ । তীর্থপতি ইন্সটিটিউশন ও পরে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক হন । পারিবারিক ধারা মেনে চ্যাটার্ড অ্যাকাউন্টেসি নিয়ে পড়াশোনা করেন । সফলভাবে উত্তীর্ণও হন । শিকার করতে ভালোবাসতেন । গানও গাইতেন । বিশেষ করে অসাধারণ গাইতেন নিধুবাবুর টপ্পা । সাপ্তাহিক অমৃত পত্রিকায় একটি ধারাবাহিক উপন্যাসের মাধ্যমে তিনি সাহিত্য জগতে আত্মপ্রকাশ করেন । পরিচিত মানুষের কাছে লালদা নামে পরিচিত প্রতিভাবান এই সাহিত্যিক এপার-ওপার দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয় ছিলেন । প্রেম,অরণ্য আর সমাজের উঁচু তলার জীবন প্রভৃতি ছিল তাঁর প্রিয় লেখার বিষয় ।
বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পি ঋতু গুহর সঙ্গে তাঁর প্রেম বিবাহ হয় । আর তা সেই কাহিনী নিয়ে বুদ্ধদেব গুহর লেখা ‘খেলা যখন’ উপন্যাসটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল । তাঁর বিতর্কিত উপন্যাস ‘মাধুকরী’ দীর্ঘদিন ধরে বেস্ট সেলার ছিল । ছোটদের জন্য তিনি লিখেছিলেন ‘ঋজুদার সঙ্গে জঙ্গলে’ বইটি । তিনি কোজাগর,আয়নার সামনে,অববাহিকা,অদ্ভুত লোকসহ অসংখ্য উপন্যাস সৃষ্টি করে গেছেন ।
জানা গেছে,দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীন এই সাহিত্যিক । চলতি বছরের এপ্রিলে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন । একমাসের বেশি সময় হাসপাতালে ভর্তি ছিলেন । যদিও করোনাকে জয় করে তিনি বাড়ি ফিরে যান । কিন্তু এবার আর তাঁর বাড়ি ফেরা হল না ।রবিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বুদ্ধদেব গুহর ।।