এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,০৮ নভেম্বর : ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার পর থেকেই খবরের শিরোনামে মার্কিন ধন কুবের ইলন মাস্ক । শুক্রবার এক ঝটকায় প্রায় ৩,৭০০ কর্মচারীকে বরখাস্ত করে দিয়েছিলেন তিনি হয়েছে । যা টুইটারের মোট কর্মীর প্রায় ৫০ শতাংশ । কিন্তু এত ব্যাপক হারে ছাঁটাইয়ের পর এবার তিনি নিজের ভুল বুঝতে পেরে ইউ-টার্ন নিয়েছেন । বিপাকে পড়ে এখন ছাঁটাই করা কিছু কর্মচারীকে কাজে ফেরার আবেদন জানিয়েছে টুইটার। চাকরিচ্যুত কর্মচারীদের কোম্পানির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ‘প্লিজ কাম ব্যাক’ । তবে ঠিক কতজন ছাঁটাই কর্মীকে কাজে ফেরার জন্য আবেদন জানানো হয়ে তা এখনো স্পষ্ট নয় ।
শুক্রবার কর্মচারীদের ব্যাপক ছাঁটাইয়ের পরে ইলন মাস্ক যুক্তি দেখিয়েছিলেন,প্রতিদিন টুইটারের ৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়ছে যার ফলেই তাঁকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে । তবে তিনি চাকরিচ্যুত কর্মীদের এককালীন তিন মাসের বেতন দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন । কিন্তু এত বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের পর সংস্থাটি চালাতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে । আর সেই কারনেই মাস্ক এখন ইউ-টার্ন নিয়েছেন বলে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ তার একটি প্রতিবেদনে দাবি করেছে ।।