এইদিন ওয়েবডেস্ক,ওয়াশিংটন,১১ মে : টুইটারে ডোনাল্ড ট্রাম্পের উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারিকে ‘নৈতিকভাবে ভুল’ এবং ‘নির্বোধের কাজ’ বলে মন্তব্য করলেন ইলন মাস্ক(elon musk) । তিনি ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার কথাও ঘোষণা করেছেন । প্রসঙ্গত,মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা ভবনে দলীয় সমর্থকদের হামলার ঘটনায় পক্ষ নিয়ে ফেসবুক ও টুইটারে পোস্ট করেছিলেন ট্রাম্প । এই কারনে ২০২১ সালে জানুয়ারিতে এই দুই সামাজিক যোগাযোগমাধ্যম তাঁর উপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ।
মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা করার সময় ইলন মাস্ক বলেন,’টুইটার থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি মানুষের মধ্যে ট্রাম্পের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে । এই নিষেধাজ্ঞা ‘নৈতিকভাবে ভুল’ এবং ‘নির্বোধের কাজ’ ।’মাস্ক আরও বলেন,’টুইটারে ট্রাম্পের উপর স্থায়ী নিষেধাজ্ঞা আমি প্রত্যাহার করে নেবো । যদিও আমি এখনও টুইটারের মালিক নই ।’ উল্লেখ্য,সম্প্রতি ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার কথা ঘোষণা করেছেন ইলন মাস্ক । তবে এখনও মালিকানা হস্তান্তর হয়নি ।।