এইদিন ওয়েবডেস্ক,সান ফ্রান্সিসকো,২৮ অক্টোবর : টুইটারের নিয়ন্ত্রণ নিতেই সিইও পরাগ আগরওয়াল, হেড অফ লিগ্যাল, হেড অফ লিগ্যাল পলিসি অ্যান্ড ট্রাস্ট প্রধান বিজয়া গাড্ডে, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নেড সেগালসহ একাধিক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করলেন ইলন মাস্ক । মাস্ক যখন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সেই সময় নেদ সেহগাল এবং পরাগ আগরওয়াল উভয়েই সান ফ্রান্সিসকো সদর দফতরে উপস্থিত ছিলেন । উল্লেখ্য,পরাগ আগরওয়াল সহ সিনিয়র এক্সিকিউটিভদের বিরুদ্ধে এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জাল অ্যাকাউন্টের সংখ্যা সম্পর্কে টুইটার বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ করেছিলেন মাস্ক ।
শিল্পপতি ইলন মাস্ক সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারকে ৪৪ বিলিয়ন ডলারে কিনেছেন । শুক্রবার চুক্তি সম্পূর্ণ হওয়ার কথা । তবে মাস্ক ও টুইটার এখনো চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়ে কিছু জানায়নি। মাস্ক সদর দফতরে আসার পরও চুক্তিটি চূড়ান্ত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তার আগে মাস্ক তাঁর টুইটার প্রোফাইলও পরিবর্তন করেছেন এবং ব্যক্তিগত বিবৃতিতে ‘টুইট চিফ’ লিখেছেন। তিনি তাঁর প্রোফাইলে অবস্থান পরিবর্তন করে টুইটার সদর দপ্তরে করেছেন ।।