এইদিন ওয়েবডেস্ক,বাগদাদ,২৭ অক্টোবর : ইরাকে সন্ত্রাসবাদী সংগঠন আইএসের জঙ্গিদের হামলায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে । নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছে বলে জানা গেছে । আহত হয়েছে আরও ১৫ জন । আইএসের হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে ।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে,কিছুদিন আগে আল-হাওয়াশা গ্রামের দুই গ্রামবাসীকে অপহরন করে মুক্তিপণ দাবি করেছিল ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা । কিন্তু গ্রামবাসীরা মুক্তিপণ বাবদ অর্থ দিতে না পারায় মঙ্গলবার ভোরে স্বয়ংক্রিয় রাইফেলধারী আইএস জঙ্গিরা কয়েকটি গাড়িতে করে গ্রামে আসে । তারপর তারা নিরস্ত্র গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের এক বিবৃতিতে জানিয়েছে,জঙ্গি হামলায় ১১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন । প্রসঙ্গত, ২০১৭ সালে ইরাকে পরাজিত হওয়ার পর থেকে এভাবে গেরিলা কায়দায় হামলা অব্যাহত রেখেছে ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা ।।