এইদিন ওয়েবডেস্ক,সোনামুখী(বাঁকুড়া),২৮ নভেম্বর : সবে মাত্র দিনের আলো ফুটতে শুরু করেছে । দু’একজন করে প্রাতভ্রমনকারী বাড়ির বাইরে আসতে শুরু করেছেন । আর ঠিক সেই সময় তাঁদের সামনে হাজির হল দলছুট একটি বুনো হাতি । কোনও রকমে তাঁরা প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে আসেন । পাশাপাশি বাড়ি থেকে আশপাশের বাসিন্দাদের বিষয়টি জানান । এরপর লোকজন জড়ো হয়ে হইহল্লা করে হাতিটিকে সরানোর চেষ্টা করেন । কিন্তু শহরের ঘিঞ্জি গলিতে পথ হারিয়ে ঘন্টা খানেক ধরে কার্যত দাপিয়ে বেড়ালো গজরাজ । রবিবার কাকভোরে বাঁকুড়া জেলার সোনামুখী শহর এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ভোর তিনটে থেকে চারটে নাগাদ একটি দলছুট হাতি বন থেকে বেড়িয়ে আচমকা সোনামুখী শহরে ঢুকে পড়ে । তারপর হাতিটি সোনামুখী পুরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় রাস্তায় ঘুরতে শুরু করে । তা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন পুরবাসীরা । স্থানীয় বাসিন্দারা হাতিটিকে তাড়ানোর চেষ্টা করেন । লোকজনের চিৎকাতে হাতিটিও ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেয় । কিন্তু পথ হারিয়ে একই রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যায় হাতিটিকে । স্থানীয় লোকজন এমনকি পথ কুকুরদের দেখেও সে তেড়ে যায় । যদিও কোনও দূর্ঘটনা ঘটেনি বলে জানা গেছে ।
দেখুন ভিডিও :
জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন সোনামুখী বনদপ্তরের আধিকারিকরা । শেষে দীর্ঘক্ষণের চেষ্টায় তাঁরা ওই দলছুট হাতিটিকে সোনামুখী জঙ্গলে পাঠাতে সক্ষম হন । বাঁকুড়া উত্তর বন বিভাগ সুত্রে খবর, এই মুহুর্তে বাঁকুড়া জেলার বেলিয়াতোড় এনজেলা দুনিয়া মৌজায় ৩৯ টি হাতির দল রয়েছে । কাঁটাপেসিয়ার জঙ্গলে রয়েছে ১৬ টি হাতির দল । তবে সোনামুখী জঙ্গলের কেবল ওই দলছুট হাতিটি ঘোরাঘুরি করছে । সেই কারনে দূর্ঘটনা এড়াতে স্থানীয় বাসিন্দাদের এই মুহুর্তে জঙ্গলে যেতে নিষেধ করেছে বনদপ্তর । এদিন সকালে বনদপ্তরের তরফ থেকে সোনামুখী পুর এলাকার প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে এনিয়ে মাইকে প্রচারও করা হয় ।।