এইদিন স্পোর্টস নিউজ,৩১ জানুয়ারী : শনিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের একক ফাইনালে কাজাখস্তানের এলেনা রাইবাকিনা বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে তার প্রথম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিতেছেন। আজ শনিবার রড লেভার এরিনায় ফাইনালে বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে পরাজিত করে ২০২৩ সালের চ্যাম্পিয়নশিপ নির্ণায়ক ম্যাচে পরাজয়ের প্রতিশোধ নেন এলেনা রাইবাকিনা।
২০২৩ সালে একই টুর্নামেন্টের ফাইনালে এলেনা আরিনার কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু এবার সাবালেঙ্কা এলেনাকে জয় থেকে আটকাতে পারেননি।
রাইবাকিনা প্রথম সেট ৬-৪ ব্যবধানে জিতেছিলেন। এরপর সাবালেঙ্কা দ্বিতীয় সেট ৬-৪ ব্যবধানে জিতে ম্যাচটি সমতায় আনেন। তবে, তৃতীয় সেটে, সাবালেঙ্কা শুরুতেই ৩-০ ব্যবধানে লিড নেন, কিন্তু রাইবাকিনা শেষ পর্যন্ত ৬-৪ ব্যবধানে সেটটি জিতে শিরোপা নিজের নামে করেন।।

