এইদিন ওয়েবডেস্ক,বান্দিপোরা,২৮ সেপ্টেম্বর : আগামী বছর মার্চ-এপ্রিলে জম্মু-কাশ্মীরে সাধারণ নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন বিজেপির সাধারণ সম্পাদক অশোক কুল । বুধবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’চলতি বছরের ২৫ নভেম্বরে চূড়ান্ত বৈদ্যুতিক তালিকা প্রকাশের পরে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে বলে আশা করা হচ্ছে ।’
তিনি আরও বলেন,’জানুয়ারি এবং ফেব্রুয়ারি আবহাওয়ার কারণে জম্মু ও কাশ্মীরে নির্বাচনের জন্য উপযুক্ত নয় । তাই এটি স্পষ্ট যে আগামী বছরের মার্চ-এপ্রিল মাসে নির্বাচন করা হবে ।’ তিনি জানান,আগামী ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশনার কাজ সম্পন্ন হবে । তারপরে ভোটার তালিকা প্রকাশিত হবে । এর পরে নির্বাচন কমিশন জম্মু ও কাশ্মীরে নির্বাচন পরিচালনার প্রস্তুতি শুরু করবে ।’
প্রসঙ্গত,২০১৯ সালের ৫ আগস্ট ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা এবং ৩৫ (ক) ধারা বিলুপ্ত করেন । এরপর জম্মু-কাশ্মীরকে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয় । একটি লাদাখ এবং অপরটি জম্মু-কাশ্মীর । দীর্ঘ প্রায় ৩ বছর পর দুই এলাকায় সাধারণ নির্বাচন করতে চলেছে কেন্দ্র সরকার ।।