এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ আগস্ট : দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের দু’জন করে ৪ ইআরও (নির্বাচনী নিবন্ধন আধিকারিক) কে সাসপেন্ড করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন । শুধু তাইই নয়, অপরাধমূলক কার্যকলাপের’ জন্য এফআইআর করার নির্দেশও দিয়েছে নির্বাচন কমিশন ৷ তাদের মধ্যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্বের দুই ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী এবং তথাগত মণ্ডল । পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা কেন্দ্রের দুই ইআরও বিপ্লব সরকার ও সুদীপ্ত দাস। তাঁদের পাশাপাশি সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাকে পশ্চিমবঙ্গের ইতিহাসে নজিরবিহীন বলে বর্ণনা করেছেন ।
জানা গেছে,ভোটার তালিকায় নাম নথিভুক্তির ক্ষেত্রে অনিয়মের জন্য কমিশন এই ব্যবস্থা নিয়েছে । রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়ে কমিশন ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ধারা স্মরণ করিয়ে দিয়েছে । অপরাধ প্রমাণ হলে তিন মাস থেকে দু’বছর পর্যন্ত কারাবাসের বিধানও রয়েছে বলে চিঠিতে লেখা হয়েছে।
রাজ্য বিজেপির যুবনেতা তরুনজ্যোতি তিওয়ারি কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইট করেছেন,’চরম ব্যবস্থা নির্বাচন কমিশনের! Election Commission of India এবার সরাসরি কড়া পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের ২টি বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে।
AC 137 – Baruipur Purbo,AC 206 – Moyna .
২ জন ERO এবং ২ জন AERO-কে সাসপেন্ড করা হয়েছে। FIR দায়ের হচ্ছে তাদের বিরুদ্ধে। এক Data Entry Operator-এর বিরুদ্ধেও ক্রিমিনাল মিসকন্ডাক্ট-এর অভিযোগে ব্যবস্থা নিচ্ছে কমিশন।অভিযোগ : ফর্ম ৬-এর অনিয়মিত নিষ্পত্তি।বেআইনিভাবে নাম তোলা ও বাদ দেওয়া। নিজেরা দায়িত্ব পালন না করে অন্যকে লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে কাজ করানো — যা নির্বাচন কমিশনের ডেটা সিকিউরিটি পলিসির সরাসরি লঙ্ঘন।
কাদের বিরুদ্ধে ব্যবস্থা?
1. Debottam Dutta Choudhury (WBCS, 2012) – ERO, Baruipur Purba
2️. Tathagata Mondal – AERO, Baruipur Purba
3️.Biplab Sarkar (WBCS, 2012) – ERO, Moyna
4️. Sudipta Das – AERO, Moyna
5️. Surojit Halder – Casual Data Entry Operator
পড়ুন RP Act, 1950:
Section 13CC – নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণাধীন সবাই কমিশনের আওতাধীন
Section 32 – ভোটার তালিকা নিয়ে অনিয়ম করলে ৩ মাস থেকে ২ বছর পর্যন্ত জেল ও জরিমানা।
যারা ERO / AERO / BLO হিসেবে কাজ করছেন — দলদাসগিরি বন্ধ করুন । আইন ভাঙলে শুধু চাকরি যাবে না, পেনশনও যাবে, জেলও হবে! আপনি সরকারি কর্মচারী, দলের নয়। আর যদি ভুলে যান, আইন আপনাকে মনে করিয়ে দেবে!’