এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৪ সেপ্টেম্বর : ৮৬ টি ‘অস্তিত্বহীন’ রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল ভারতের নির্বাচন কমিশন । মঙ্গলবার নির্বাচন কমিশনের তরফ থেকে ওই দলগুলিকে নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দল (Registered Unrecognized Political Partys) তালিকাভুক্ত করার কথা ঘোষণা করা হয়েছে । আরপির ২৯-এ ধারা অনুযায়ী বিধিবদ্ধ প্রয়োজনীয়তা অনুসারে প্রতিটি রাজনৈতিক দলকে তার নাম, প্রধান কার্যালয়, পদাধিকারী, ঠিকানা এবং প্যান সংক্রান্ত যে কোনও পরিবর্তন অবিলম্বে কমিশনকে জানাতে হয় । কমিশন জানিয়েছে,সংশ্লিষ্ট রাজ্য/ইউটি-এর মুখ্য নির্বাচনী আধিকারিকদের দ্বারা ওই সমস্ত দলগুলির নিবন্ধিত ঠিকানায় ডাকযোগে পাঠানো চিঠি/বিজ্ঞপ্তি ফেরত আসায় কমিশনের প্রতিনিধি সশরীরে যাচাই করতে গিয়েছিলেন । কিন্তু তারা ওই সমস্ত রাজনৈতিক দলগুলির অফিসের কোনো অস্তিত্বই খুঁজে পায়নি । শেষ পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডের নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশন নিবন্ধিত অস্বীকৃত রাজনৈতিক দলের মধ্যে ৮৬ টি দলকে অস্তিত্বহীন এবং ২৫৩ টি দলকে নিষ্ক্রিয় হিসাবে ঘোষণা করেছেন । ওই দলগুলি হল বিহার, দিল্লি, কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তর প্রদেশ প্রভৃতি ৭ রাজ্যের ।
কমিশন কর্তৃক জারি করা রাজনৈতিক দলগুলির নিবন্ধনের জন্য ১৩ (ii) (ই) নির্দেশিকা হল :- দলটিকে তার নিবন্ধনের পাঁচ বছরের মধ্যে নির্বাচন কমিশন দ্বারা পরিচালিত একটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এবং তারপরে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে হবে। যদি দল ছয় বছর একটানা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে, তাহলে দলটিকে নিবন্ধিত দলের তালিকা থেকে বাদ দেওয়া হবে।
কমিশন জানিয়েছে,ওই দলগুলি কমিশনের পাঠানো চিঠি/নোটিশের কোনো জবাব দেয়নি । কোনো রাজ্যের সাধারণ পরিষদ বা সংসদ নির্বাচন ২০১৪ এবং ২০১৯- এ প্রতিদ্বন্দ্বিতা করেনি । এই ধরনের দলগুলো নির্বাচনে প্রতিযোগিতা না করেই প্রাক নির্বাচনের সুযোগ সুবিধা গ্রহণ করে । এছাড়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিড় করে ভোটারদের জন্য বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করাই এদের মূল উদ্দেশ্য ।।