এইদিন ওয়েবডেস্ক,ডর্টমুন্ড,১১ ডিসেম্বর : জার্মানির ডর্টমুন্ডে মুসলিম অভিবাসীর হাতে খুন হলেন এক ৬৭ বছরের বৃদ্ধ রোগী । তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । হাসপাতালের নার্সরা ৪২ বছর বয়স্ক ঘাতককে মৃতদেহের বুকে হাঁটু গেড়ে বসে উচ্চস্বরে নামাজ পড়তে দেখেছিল বলে জানিয়েছে ডর্টমুন্ড পাবলিক প্রসিকিউটর অফিস । জার্মানির লুনেনের বাসিন্দা বৃদ্ধ হামলার পর কোমায় চলে যান এবং পরে তিনি হাসপাতালে মারা যান । ময়নাতদন্তের ফলাফল অনুযায়ী, শ্বাসনালীর আঘাতই তার মৃত্যু হয়েছে ।
হামলাকারী মুসলিম যুবক সিরিয়ায় জন্মগ্রহণ করেছিল এবং সিরিয়া থেকে পালিয়ে এসে সে জার্মানির মুলহাইম আন ডার রুহরে বসবাস শুরু করে । লুনেনের ওই বৃদ্ধের সঙ্গে তার বিরোধের কোনও প্রমাণ পায়নি জার্মান পুলিশ । ডর্টমুন্ড পাবলিক প্রসিকিউটর অফিস দাবি করেছে, এটি একটি বিক্ষিপ্ত ঘটনা এবং ঘাতক ‘মানসিকভাবে অসুস্থ’ । যদিও জার্মান পুলিশের এই দাবিকে মানতে পারছেন না সেদেশের ডানপন্থী দলগুলি ।।