এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),০৫ ফেব্রুয়ারী : প্রয়াগরাজের মহাকুম্ভে পূণ্যস্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের এক বৃদ্ধ । নিখোঁজ বৃদ্ধের নাম বলদেব সিং (৭৮) । হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের মালিবাড়ী গ্রামে তার বাড়ি । চলতি বছরের জানুয়ারী মাসের ২৭ তারিখে পরিবার ও স্থানীয় লোকেদের সঙ্গে ট্রেনে করে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গিয়েছিলেন তিনি । কিন্তু ভিড়ের মধ্যে হারিয়ে যান তিনি৷ তারপর থেকে বৃদ্ধের কোনো সন্ধান পাচ্ছেন না পরিবার ।
নিখোঁজ বৃদ্ধের ছেলে হিরেন সিং বলেন,বাবা গ্রামেরই লোকদের সঙ্গে সেখানে ছিলেন ।তারপর শুনতে পেলাম শনিবার থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবার সঙ্গে আমার শুক্রবার অবধি কথা হয়েছে। কিন্তু তিনি এখন কোথায় কিভাবে রয়েছে এখনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সবাই বাড়ি ফিরে এসেছে।বড় দুশ্চিন্তায় আছি।দুর্ঘটনায় মারা যায়নি তো, আশঙ্কা হচ্ছে ।’ প্রশাসনকে বিষয়টি জানাবেন বলে জানিয়েছেন তিনি । এদিকে জানা গেছে যে পয়লা জানুয়ারী মহাকুম্ভে ভিড়ের মধ্যে হারিয়ে যান ওই বৃদ্ধ । সঙ্গী সাথীরা অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেলে প্রয়াগরাজের পুলিস প্রশাসনকে বিষয়টি জানায়৷ কিন্তু পুলিশও হদিশ করতে না পারলে বাকি লোকজন বাড়ি ফিরে আসে । এদিকে স্বামীর ছবি হাতে সারাক্ষণ কান্নাকাটি করছেন বৃদ্ধের বৃদ্ধা স্ত্রী ।।