প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৯ মে : বাঙালির অন্যতম প্রিয় খাবার পোস্ত।আর সেই পোস্ত দিয়ে আলুভাজা রেঁধে ভাত খেতে গিয়েই চরম বিপত্তি ঘটিয়ে বসলেন এক বৃদ্ধ। পোস্ত ভেবে তিনি আলুভাজায় দিয়ে বসেন পোস্তর মত দেখতে কীটনাশক। তা খেয়ে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ৭২ বছর বয়সী বৃদ্ধ পুনব সরকার। ঘটনার কথা জেনে স্তম্ভিত পূর্ব বর্ধমানের জামালপুর থানার চৌবেড়িয়া বাসিন্দা সহ হাসপাতালের চিকিৎসকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শুক্রবার দুপুরে বৃদ্ধ পুনব সরকার বাড়িতে একাই ছিলেন ।তিনি মাঠে যাওয়ার আগে পুনব কীটনাশককে পোস্ত ভেবে তা দিয়ে আলুভাজেন। সেটা খাওয়ার পর তিনি অসুস্থতা বোধ করেন। তাঁকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই এখন অসুস্থ বৃদ্ধের চিকিৎসা চলছে।
হাসপাতালের বেডে শুয়ে বৃদ্ধ পুণব সরকার জানান, বাড়িতে তিনি আর তার ছেলে দুজনেই থাকেন । তাঁদের বাড়িতে কোনো মহিলা না থাকায় তাঁদেরই রান্নাবান্না করে কাজে যেতে হয়। তিনি জানান,’দুপুরে আলুভাজা করছিলাম। একটু পোস্ত দিয়ে আলুভাজা করলাম। কাজে বেরোতে হবে। তাই তাড়াতাড়ি খেতে বসলাম।এক গ্রাস মুখে দেবার পর খুব তেঁতো লাগে। গালেও চিড়বিড় করছিল। ছেলেকে সেই কথা বললাম। ছেলে বিষয়টা বুঝতে পারে নি। তবেআমার মনে হল পোস্ত তেঁতো লাগবে কেন? ভাগ্যিস তিন মুঠো খেয়েছিলাম। তারপর আর খাইনি।’
এরপর বৃদ্ধকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দ্রুত চিকিৎসার পর এখন বিপন্মুক্ত তিনি।চিকিৎসকরা বলেন,এটা সত্যি এক আজব পোস্ত কাণ্ড । যে পোস্ত কাণ্ড আমাদের হাসপাতালের সবইকেই অবাক করেছে ।।

