এইদিন ওয়েবডেস্ক,কোচবিহার,২০ জুন : কোচবিহারে মূক ও বধির কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বৃদ্ধকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড ও নির্যাতিতাকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে কোচবিহার সদর অতিরিক্ত জেলা আদালত । অভিযুক্ত বৃদ্ধের নাম আবুল হোসেন ৷ গত বুধবার এই রায় ঘোষণা করা হয় ।
পশ্চিমবঙ্গ পুলিশের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে অভিযুক্ত ও তদন্তকারী আধিকারিকের (আইও) ছবি পোস্ট করে লেখা হয়েছে,’কোচবিহারে যৌন অত্যাচার মূক ও বধির নাবালিকাকে, ২০ বছরের সশ্রম কারাদণ্ড অভিযুক্তের । ২০২২ সালের ১০ই মে-র ঘটনা।
কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ আসে, এক নাবালিকা মেয়ের মূক ও বধির হওয়ার সুযোগ নিয়ে তার বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন নাবালিকা মেয়েটির উপর যৌন নির্যাতন চালায়। এরপর সেদিনই নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে কেস রুজু হলে মামলার দায়িত্বভার নেন সাব-ইন্সপেক্টর পিঙ্কি রায় এবং যথাসময়ে তদন্ত সম্পন্ন করে অভিযুক্তের বিরুদ্ধে জমা করেন নিখুঁত চার্জশীট।’
আরও লেখা হয়েছে,’গত পরশু কোচবিহার সদর অতিরিক্ত জেলা আদালত দ্বিতীয় কোর্ট মামলার রায় ঘোষনা করে অভিযুক্তকে ২০ বছরের সশ্রম কারাবাস ও সঙ্গে নাবালিকাকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ শুনিয়েছেন । নাবালিকা বিচার পেয়েছে, এটুকুই স্বস্তি।’।

