এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ নভেম্বর : প্রতিবন্ধী মেয়েকে বাস দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধ বাবার । আজ বুধবার সকাল ১০ টা নাগাদ কাটোয়ার চাঁদপুর মোড়ের কাছে বাসের চাকায় পিষ্ট হন জিরানি মণ্ডল (৭৫) নামে ওই বৃদ্ধ । তার শরীরের নিন্মাঙ্গের উপর দিয়ে বাসের চাকা চলে যায়। স্থানীয়রা তাক্ব তরিঘরি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে । কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। বরাত জোরে প্রাণে বেঁচে যায় বৃদ্ধের ৮ বছরের মেয়ে আরিফা মণ্ডল । বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে,কাটোয়ার লোহাপোতা গ্রামে বাড়ি বৃদ্ধ জিরানি মণ্ডলের । তার দু’বার বিয়ে । প্রথমপক্ষের স্ত্রীর মৃত্যুর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন । প্রথম পক্ষের ৫ মেয়ে রয়েছে৷ তাদের সকলের বিয়ে হয়ে গিয়েছে । দ্বিতীয় পক্ষের এক ছেলে ও এক মেয়ে রয়েছে । অবশ্য জিরানির দ্বিতীয় পক্ষের স্ত্রীরও মৃত্যু হয়েছে । মেয়ে আরিফা বিশেষ চাহিদাসম্পন্ন । আজ সকালে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে সিঙ্গি গ্রামপঞ্চায়েত অফিসের উদ্দেশ্যে রওনা হন বৃদ্ধ । চাঁদপুর মোড়ে বাস ধরার জন্য অপেক্ষা করছিলেন তিনি । সেই সময় ঘুমুরিয়া বর্ধমান রুটের বাস ঢুকলে মেয়েটি তার বাবার হাত ফসকে রাস্তায় চলে আসে । মেয়েকে বাসের চাকায় পিষ্ট হওয়া থেকে বাঁচাতে বৃদ্ধ ছুটি গিয়ে মেয়েকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেন । এদিকে চলন্ত বাসের সামনে পড়ে যান বৃদ্ধ । তার কোমরের উপর দিয়ে বাসের চাকা চলে যায় ।।