শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),১৭ জুন : তীব্র গরমের কারনে টেবিল ফ্যান চালাতে গিয়েছিলেন এক বৃদ্ধা । সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল তাঁর । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুটশুড়ি গ্রামে । পুলিশ জানিয়েছে, মৃতার নাম নন্দরানি সাতরা(৮২) । পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গেছে,পুটশুড়ি গ্রামের বাসিন্দা নন্দরানি সাতরার ছোট মেয়ের বাড়ি পার্শ্ববর্তী হুড়কোডাঙ্গা গ্রামে । দিন কয়েক আগে তিনি মেয়ের বাড়ি গিয়েছিলেন । শুক্রবার সকালে তিনি বাড়ি ফেরেন । সেই সময় বাড়িতে পরিবারের অনান্য সদস্যরা ছিল না । এদিকে তীব্র গরমের মধ্যে ঘর্মাক্ত অবস্থায় বাড়ি ফিরে বাড়ির টেবিল ফ্যানটি চালাতে যান বৃদ্ধা । কিন্তু তিনি ফ্যানের প্লাগটি বিদ্যুৎ লাইনের সুইচ বোর্ডে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন । কিছুক্ষণ পরে প্রতিবেশী এক শিশুর বিষয়টি নজরে পড়ে । তখন ওই শিশু আশপাশের লোকজনকে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসে । এরপর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৃদ্ধাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । কিন্তু চিকিৎসকরা বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করেন । মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।।

