শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),৩১ ডিসেম্বর : নবনির্মিত ঘর থেকে জল এসে পড়েছিল পাশের রাস্তায় । আর সেই অপরাধে দাদা-বউদিকে ছানি কাটার বঁটি দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে । শুধু তাইই নয়,দাদা ও বউদির উপর হামলার আগে নিজের বাবাকে সে ঘাড় ধরে টেনে নিয়ে যায় বলে অভিযোগ । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত কুসুমগ্রাম পঞ্চায়েতের সিংহালি গ্রামে । অভিযুক্তের নাম তরুণ হাজরা । সে মন্তেশ্বর থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করে । বঁটির কোপে তরুণের বউদি শ্রীমতি হাজরার মাথা কেটে ব্যাপক রক্তক্ষরণ হয় । তাকে প্রথমে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করানো হয় । কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ রবিবার সকালের এই ঘটনার পর ঘটনাস্থলে তদন্তে আসে মন্তেশ্বর থানার পুলিশ । পুলিশ অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারকে আটক করেছে ।
পরিবার সূত্রে জানা গেছে,মন্তেশ্বর থানার সিংহালি গ্রামের বাসিন্দা সুশান্ত হাজরার দুই ছেলের মধ্যে ছোট তরুণ হাজরা । পাশাপাশি বাড়িতে পৃথক সংসারে থাকে দুই ছেলে । বড় ছেলের কাছে থাকেন বৃদ্ধ সুশান্তবাবু । সম্প্রতি একটি একতলার পাকা ঘর নির্মান করেন সুশান্তবাবুর বড় ছেলে । ঘরটির সদ্য প্লাস্টার করা হয়েছে । সেই কারনে ঘরের প্লাস্টার এদিন জল ছিটিয়ে ভেজানো হয় । কিন্তু দেওয়াল থেকে জল চুঁইয়ে ঘরের জল নিকাশি পথ দিয়ে জল গড়িয়ে এসে পড়ে ঘরের পাশের রাস্তায় । আর একারনে চরম ক্ষিপ্ত হয় সুশান্ত হাজরার ছোট ছেলে তরুণ ।
সুশান্ত হাজরা বলেন,’আমার ছোট ছেলে আমাকে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে গিয়ে বলে, ‘দ্যাখ্ কি করেছিস । ছেলে একথা বলে আমায় মারধর করে । এই দেখে আমার বড় ছেলে ও বড় বউমা আমায় বাঁচাতে আসে । তখন তরুণ তাদের উপর হামলা চালায় ।’
জানা গেছে,সুশান্তবাবুকে মারধরের সময় বাড়ির উঠানে বসে পরিবারের গবাদি পশুর জন্য ছানি কাটার বঁটি দিয়ে খড় কাটছিলেন তার বড় বউমা শ্রীমতি হাজরা । বচসার মাঝে তরুণ সেই বঁটি তুলে নিয়ে শ্রীমতির মাথায় সজোরে কোপ বসিয়ে দেয় । রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন । এমনকি তরুণ হাজরা তার বড় দাদার মাথাতেও কোপ বসায় বলে অভিযোগ । প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রশ্ন । পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে । অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত পরিবারের সদস্যরা । তবে এনিয়ে থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি ।।