এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : আজ ২১ জুলাই । বঙ্গ রাজনীতির একটা উল্লেখযোগ্য দিন । ২৬-এর বিধানসভার ভোটের আগে আজ শক্তি পরীক্ষা হবে শাসকদল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির ৷ দক্ষিণে যেমন রয়েছে ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ, পাশাপাশি উত্তরেও রয়েছে বিজেপির উত্তরকন্যা অভিযান । এদিকে একুশে জুলাইয়ের নেতৃত্বে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি, অন্যদিকে উত্তরকন্যা অভিযানে নেতৃত্ব দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । মমতা- শুভেন্দুর এই হাই ভোল্টেজ সমাবেশ ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। এদিকে শোনা যাচ্ছে যে দলীয় কর্মীদের দেদার ডিম খাওয়াচ্ছে শাসকদল তৃণমূল কংগ্রেস ।
আজ একদিকে যখন কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় জড়ো হচ্ছে তৃণমূল কর্মীরা । অন্যদিকে তখন শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে সকাল ১১ টায় মিছিল শুরু করেছে বিজেপি । উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা আড়াই কিলোমিটার পথে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে হবে জনসভা। উত্তরকন্যা অভিযানের জন্য তৈরি হয়েছে থিম সং। তবে বিজেপির এই উত্তরকন্যা অভিযানের জন্য প্রথমে অনুমতি দেয়নি প্রশাসন। যেকারণে হাইকোর্টের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। বৃহস্পতিবার সেই মিছিলের অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। শর্ত দিয়ে উচ্চ আদালত জানিয়ে দেয়, তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন। যদিও একুশে জুলাইয়ের সমাবেশেও হাইকোর্টের কিছু নিষেধাজ্ঞা আছে । এবার হাইকোর্টের তরফে রয়েছে একুশে জুলাইয়ের সমাবেশের উপর বিশেষ পর্যবেক্ষণ। বলা হয়েছে যান নিয়ন্ত্রণের কথা । সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত অফিসপাড়ায় যাতে কোনও যানজট না হয়, তা পুলিশকে নিশ্চিত করতে হবে।
তৃণমূলের একুশে জুলাই সমাবেশ নিয়ে শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন,’২১ জুলাই ওরা কলকাতায় ডিমভাত খাবে, আমরা উত্তরকন্যায় যাব। কর্মীদের বলছি, নিজের খরচে যাবেন, ভাল করে লড়তে হবে।’
দলীয় কর্মীদের জন্য শাসকদলের দেদার ডিমের ব্যবস্থা
জানা গেছে যে দলীয় কর্মীদের সন্তুষ্ট করতে কোনো খামতি রাখছেন না মমতা ব্যানার্জি । সকালে ডবল- ডবল খাওয়ানো হয়েছে তৃণমূল কর্মীদের । শুধু তাইই নয়, যে যত ডিমসিদ্ধ চাইছে তাকে তত পরিবেশন করা হচ্ছে । দুপুরেও রয়েছে ডিমের ঝোল-ভাত । এছাড়া কর্মীদের ওষুধ, জল, স্নানের ব্যবস্থায় কোনো খামতি রাখেনি শাসকদল ।।