এইদিন ওয়েবডেস্ক,মহারাষ্ট্র,০৯ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আজ একের পর এক নির্বাচনী সমাবেশ করছেন । আজ শনিবার (৯ নভেম্বর) মহারাষ্ট্রের নান্দেদে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি কংগ্রেসকে আক্রমণ করেন । এদিকে তিনি বারবার ‘এক রেঙ্গে তো সেফ রেঙ্গে’ স্লোগান দেন। তিনি বলেন, ‘কংগ্রেস দেশে মানুষকে বর্ণে বিভক্ত করতে চায়। তাই আমরা একসঙ্গে থাকলে নিরাপদ থাকব।’
প্রধানমন্ত্রী মোদি বলেন,’গত কয়েক দশক ধরে কংগ্রেসের ভিত্তি ক্রমাগত কমছে। সবচেয়ে বড় কারণ সমাজের ঐক্য। কিন্তু কংগ্রেস এসসি,এসটি এবং ওবিসিকে বিভিন্ন জাতিতে ভাগ করতে চায়। যতদিন জাতি বিভক্ত ছিল ততদিন কংগ্রেস শক্তিশালী ছিল এবং কেন্দ্রে সরকার গঠন করে। এটাই কংগ্রেসের রাজনীতি।’
ওবিসিদের নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে কংগ্রেস চায় ওবিসিরা একে অপরের সাথে লড়াই করুক। কংগ্রেস হজম করতে পারে না যে গত ১০ বছর ধরে দেশে একজন ওবিসি প্রধানমন্ত্রী ছিলেন। তারা সবাইকে সঙ্গে নিয়ে চলছে । তাই তারা ওবিসিদের পরিচয় নষ্ট করে বিভিন্ন জাতিতে বিভক্ত করার খেলা খেলছে । কংগ্রেস ওবিসিদের একটি বৃহৎ গোষ্ঠী হিসাবে চিহ্নিত করতে এবং তাদের ছোট গোষ্ঠীর সাথে বিভিন্ন জাতিতে বিভক্ত করতে চায়। ওবিসিদের ছোট ছোট দলে ভেঙ্গে এবং একে অপরের সাথে লড়াই করে, কংগ্রেস আপনার থেকে একটি বড় গোষ্ঠীর সাথে তার পরিচয়, শক্তি গড়ে তুলেছে। ধ্বংস করতে চাই, কেড়ে নিতে চাই, ভাঙতে চাই । মনে রাখলে বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে পড়বে, সংখ্যা কমবে। কংগ্রেসীরা আপনার রিজার্ভেশন কেড়ে নেবে। নেহরুজি থেকে রাজীব গান্ধী পর্যন্ত সবাই একই চেষ্টা করেছিলেন। একই কাজ করে কংগ্রেসের শাহেজাদা দেশের মানুষের চোখে ধুলো দিচ্ছেন। আমি দেশের মানুষকে বলছি, সমাজ ভাঙার কেউ থাকলে সে নিরাপদ থাকবে । তিনি এই স্লোগানটি বহুবার পুনরাবৃত্তি করেছিলেন ।
আজ মহারাষ্ট্রের আকোলায় জনসভা করলেন প্রধানমন্ত্রী মোদী । এসময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। হরিয়ানাতে কংগ্রেসের বিভেদমূলক কৌশলের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘হরিয়ানার মানুষ “এক হ্যায় তো সেফ হ্যায়” মন্ত্র অনুসরণ করে কংগ্রেসের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।।