এইদিন ওয়েবডেস্ক,মিয়ানমার,০১ এপ্রিল : সামরিক জান্তা (Junta) বাহিনীর হামলা থেকে প্রাণ বাঁচাতে পূর্ব মিয়ানমারের কায়াহ রাজ্যের ৮০ শতাংশেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে । কায়াহ রাজ্যের বোলাখেই,ডাই মোস, ফ্রুসো এবং শাতাও শহরে সামরিক আইন ঘোষণার পর সর্বশক্তি দিয়ে আক্রমণ চালাচ্ছে জান্তা বাহিনী । ওই সমস্ত এলাকায় বিদ্রোহীদের নির্মুল করতে সশস্ত্র বাহিনী প্রতিটি এলাকা দখল করার লক্ষ্যে এগুচ্ছে । সেই উদ্দেশ্যে তারা লোই কো এবং ফে গন এলাকায় বড় ধরনের আক্রমণ চালিয়ে যাচ্ছে বলে খবর ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,বিগত মার্চ মাসে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে দেশের সামরিক বাহিনীর লড়াই আরও তীব্র হয়ে ওঠে । তার জেরে ৩ লাখ জনসংখ্যা বিশিষ্ট কায়াহ রাজ্য থেকে এযাবৎ আড়াই লাখ মানুষ প্রাণ বাঁচাতে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে । কায়াহ রাজ্যের যেসব এলাকা থেকে মানুষ পালিয়ে এসেছে ওই সমস্ত এলাকাগুলিতে প্রতিদিন বিমান হামলার পাশাপাশি ভারী অস্ত্র দিয়ে ক্রমাগত গুলি চালাচ্ছে জান্তা বাহিনী ।
রিপোর্টে বলা হয়েছে,গত ৩০ মার্চ ডি মোসোর পূর্ব অংশের একটি স্কুলে সামরিক কাউন্সিল আক্রমণ করেছিল,ফলে স্কুলটিকে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং যুদ্ধ থেকে পালিয়ে আসা একজন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয় । ডি মোসোর পশ্চিম অংশে উদ্বাস্তুদের সাহায্যকারী একজন ব্যক্তি বলেছেন,’যারা যুদ্ধ এড়িয়ে গেছেন, আমি বলতে চাই যে তারা সবাই নিজেদের ব্যাগ গুছিয়ে রাখুন, যাতে এখানেও যুদ্ধ হলে পালানোর সুবিধা হয় । এখানকার উদ্বাস্ত ক্যাম্পও ধ্বংস করে দিয়েছি সামরিক বাহিনী । এখন আমরা আর কোথাও নিরাপদ নই ।’ অন্যদিকে যুদ্ধ থেকে পালিয়ে আসা মানুষ শরণার্থী শিবিরে বিশুদ্ধ পানীয় জল ও খাদ্য সংকটের সম্মুখীন হচ্ছে এবং শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য সমস্যায় ভুগছে ।
প্রসঙ্গত,কায়াহ রাজ্যে গত ফেব্রুয়ারী পর্যন্ত ২ লাখ লোক যুদ্ধ থেকে পালিয়েছিল, সেখানে দেড় মাসের মধ্যে যুদ্ধ থেকে পালিয়ে আসা লোকের সংখ্যা ৫০ হাজারেও উপরে বেড়েছে এবং যুদ্ধ থেকে পালাতে গিয়ে মারা যাওয়া লোকের সংখ্যা প্রায় পৌঁছেছে ১৩০ জনে ।।