লঙ্কায়ণ শাঙ্করীদেবী কামাক্ষী কাঁচিকাপুরে।
প্রদ্যুম্নে শৃংখণ্ডেবী চামুণ্ডি ক্রৌংচপট্টণে ॥ ১ ॥
বঙ্গার্থ : শ্রীলঙ্কায় দেবী শঙ্করী, কাঞ্চিপুরমে কামাক্ষী , প্রদ্যুম্নায়
দেবী শ্রিংখালা এবং মহীশূরে চামুন্ডা।
অলংপুরে জোগুঙ্গাম্বা শ্রীশাইলে ভ্রমরম্বিকা।
কোলহাপুরে মহালক্ষ্মী মুহুর্য়ে একবীরা ॥ ২ ॥
বঙ্গার্থ : আলমপুরে দেবী জোগুলাম্বা , শ্রী শৈলমে দেবী ব্রহ্মরবিকা,কোলহাপুরে দেবী মহালক্ষ্মী এবং মহুরে দেবী একবীরা।
উজ্জয়িন্যাং মহাকালী পীঠিকায়াং পুরুহূতিকা ।
অধ্যয়ণ গিরিজাদেবী মাণিক্যা দক্ষবাটিকে ॥ ৩।
বঙ্গার্থ : উজ্জয়নে দেবী মহাকালী পীঠিকায় পুরুথিকায়,দেবী গিরিজা ওধ্যায় এবং দেবী মাণিক্য দক্ষিণের ঘরে ।
হরিক্ষেত্রে কামরূপী প্রয়াগে মাধবেশ্বরী ।
জ্বালায়াং বৈষ্ণবীদেবী গয়া মাংগল্যগৌরিকা ॥ ৪
বঙ্গার্থ : বিষ্ণুর মন্দিরে দেবী কাম রূপী , এলাহাবাদে মাধেশ্বরী দেবী, জ্বলা মুকিতে দেবী শিখা এবং গয়াতে মঙ্গলা গৌরী।
বারণাশ্যং বিশালাক্ষী কাশ্মীরেতু সরস্বতী ।
অষ্টাদশ সুপীঠানি যোগিনামপি দুর্লভম্ ॥ ৫ ॥
বঙ্গার্থ : বারাণসীতে দেবী বিশালাক্ষী , কাশ্মীরে দেবী সরস্বতী, শক্তির ১৮টি ঘর, যা দেবতাদের কাছেও বিরল।
সায়ংকালে পঠেন্নিত্য়ং সর্বশত্রুবিনাশনম্ ।
সর্বরোগহরং দিব্যং সর্বসংপত্করং শুভম্ ॥ ৬ ॥
বঙ্গার্থ : প্রতিদিন সন্ধ্যায় পাঠ করলে সকল শত্রুর বিনাশ হয়,সকল রোগ নিরাময় হয় এবং সকল প্রকার সম্পদ লাভ হয়।।

