এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৬ ফেব্রুয়ারী : এক শ্রেণীর মানুষের লালসার হাত থেকে রেহাই পাচ্ছে না দুধের শিশুরাও ।পাড়ারই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়েতে গিয়ে যৌন হেনস্থার শিকার হতে হলো মাত্র আট বছর বয়সী এক শিশুকন্যাকে । অবশ্য ওই গৃহ শিক্ষককে উপযুক্ত শিক্ষা দিয়েছে গ্রামবাসীরা । তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে বেদম পেটানো হয় । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার একটি গ্রামের এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ গিয়ে ওই গৃহ শিক্ষককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীখণ্ড প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসে। পরে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
জানা গেছে, প্রহৃত প্রতিবেশী গৃহশিক্ষকের কাছে টিউশন পড়তে যেত বছর আটেকের নাবালিকা। অভিযোগ যে টিউশন পড়ে ফিরে এসে নাবালিকা তাঁর মায়ের কাছে জানায় তার সঙ্গে অশালীন আচরণ করেছেন ওই গৃহশিক্ষক। এরপর বধূ তাঁর স্বামীকে জানান। ক্রমে এই কথা কানাকানি হয় । লোকজন জড়ো হয়ে গৃহশিক্ষককে ডেকে আনা হয়। এরপর বারোয়ারি শিবমন্দিরে নিয়ে গিয়ে বেঁধে বেদম পেটানো হয় তাকে । গৃহ শিক্ষকের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসায় জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে নির্যাতিতা শিশু অথবা গৃহশিক্ষকের পরিবারের তরফে এ নিয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়েছে নাকি তা জানা যায়নি ।।