এইদিন ওয়েবডেস্ক,আলুভা,২১ নভেম্বর : কেরালার আলুভায় আট বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় চার্জশিট দাখিল করা হয়েছে। এর্নাকুলাম পকসো আদালতে চার্জশিট দাখিল করা হয় । ১২৬২ পৃষ্ঠার চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটের সঙ্গে ৩০টি নথি জমা দেওয়া হয়েছে। মামলায় ১১৫ জন সাক্ষী রয়েছেন ।
প্রথম অভিযুক্ত ক্রিস্টাল রাজ । সে তিরুবনন্তপুরমের চেঙ্গালের বাসিন্দা। দ্বিতীয় অভিযুক্ত হলেন মুর্শিদাবাদের বাসিন্দা মোস্তাকিন মোল্লা৷ ঘটনাটি গত ৭ সেপ্টেম্বর ।
নির্যাতিতা শিশুটি বিহারের এক অভিবাসী শ্রমিকের পরিবারের সদস্য। আলুভা বাজারে পরিবারটি ভাড়া থাকে । ঘটনার দিন শিশুটির মা ও তিন ভাইবোন ঘরে ঘুমিয়ে ছিল । সেই সময় মেয়েটিকে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে তুলে নিয়ে যায় মোস্তাকিন মোল্লা ও ক্রিস্টাল রাজ । ভোর রাত্রি ২:১৫ নাগাদ স্থানীয় বাসিন্দা দুই ব্যক্তি শিশুটির খোঁজ করেন এবং দেখতে পান যে সে উলঙ্গ অবস্থায় বৃষ্টিতে তাদের দিকে ছুটে আসছে । শিশুটির গোপনাঙ্গ থেকে রক্তাক্ত ঝড়ে পড়ছে এবং সে কাঁপছে। এরপর মেয়েটিকে তারা শান্ত করে বাড়িতে নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয় ।
দুই ধর্ষক নির্যাতিতা শিশুটির বাড়ি থেকে একটা মোবাইল ফোনও চুরি করে । সেই সূত্র ধরে পুলিশ ক্রিস্টাল রাজের অবস্থান জানতে পারে । ঘটনার পরের দিন সন্ধ্যায় অভিযুক্ত ক্রিস্টাল রাজকে আলুভার মার্থান্ডা ভার্মা সেতুর কাছে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতে দেখা যায় । পুলিশকে দেখে সে পেরিয়ারে ঝাঁপ দেয় । অবশ্য স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় সে ধরা পড়ে । পরে তাকে জেরা করে মুর্শিদাবাদের মোস্তাকিন মোল্লার নাম জানতে পারে পুলিশ । পরে পুলিশ তাকেও গ্রেফতার করে ।
প্রসঙ্গত,কেরালায় শিশু ধর্ষণ নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে । এর আগে ২৮ জুলাই আলুভায় পাঁচ বছরের এক অভিবাসী মেয়েকে ধর্ষণের পর খুনের ঘটনা ঘটেছিল । সেই মামলায় পুলিশ বিহারের বাসিন্দা আসাফাক আলম (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছিল ।।