এইদিন ওয়েবডেস্ক,পাকিস্তান,০৫ জানুয়ারী : পাকিস্তান অধিকৃত বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে । সেই হামলায় পাকিস্তানের আট সেনা নিহত ও ৩১ জন আহত হয়েছে। সূত্র বলছে, শনিবার(৪ জানুয়ারী) বেলুচিস্তানের টারবাত অঞ্চলে পাকিস্তানি সেনাদের একটি কনভয়ের ওপর এই হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বেলুচ মুক্তিযোদ্ধাদের আত্মঘাতী ইউনিট ‘মাজিদ ব্রিগেড’ এই হামলার দায় স্বীকার করেছে। স্বাধীনতাকানী এই দলটি দাবি করেছে যে তাদের হামলায় কয়েক ডজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে।
এখন পর্যন্ত পাকিস্তানের সরকারি প্রতিষ্ঠানগুলো এই হামলার বিষয়ে কিছু জানায়নি। এই হামলা এমন এক সময়ে ঘটছে যখন সম্প্রতি খাইবার পাখতুনখোয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলা বেড়েছে।।