প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৩ এপ্রিল : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই বাংলায় ভালভাবে ঈদ পালিত হয় । পবিত্র ঈদের দিন বর্ধমানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করে এই কথাই বলে গেলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী মন্দাকিনী । যা নিয়ে আবার কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা ।
এদিন মুম্বাই থেকে বর্ধমানে শহরের ১৮ নম্বর ওয়ার্ডের লায়লা ভবনের সামনে পৌছান মন্দাকিনী ।সেখানে প্রদীপ জ্বালিয়ে তিনি অনুষ্ঠানের সূচনা করেন। এরপর হুড খোলা জিপে চড়ে ওয়ার্ড পরিক্রমা করে সর্বমঙ্গলা মন্দির হয়ে বি সি রোডে ধরে এসে তিনি কার্জনগেটের কাছে পৌঁছান । ততক্ষণে অনেকটা রাত হয়ে যাওয়ায় সেখানেই শৌভাযাত্রা শেষ হয় ।
অভিনেত্রী মন্দাকিনী শনিবার সন্ধ্যায় ঐতিহ্যের শহর বর্ধমানে এসে পৌঁছান । ঈদের অনুষ্ঠান উপলক্ষে বর্ধমান পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান এবং বিধায়ক খোকন দাসের ব্যবস্থাপনায় তাঁর বর্ধমানে আসা । রাজ কাপুরের হাত ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রীতে পা রাখেন মন্দাকিনী।’রাম তেরি গঙ্গা মইলি’ ছবির মধ্য দিয়ে মন্দাকিনী গোটা দেশবাসীর কাছে নায়িকা হিসাবে পরিচিত হন। এরপর সুপারস্টার মিঠুন চক্রবর্তীর সঙ্গে ’ডান্স ডান্স’ সহ আরো ছবিতে তিনি অভিনয় করেন। তবে বিতর্ক প্রথম থেকেই পিছু তাড়া করে গিয়েছে মন্দাকিনীকে ।
মুম্বাইয়ের অপরাধ চক্রের প্রধান দাউদ ইব্রাহিমের সঙ্গে গোপন সম্পর্ক থাকার কথা ফাঁস হবার পর
মন্দাকিনী ছায়াছবির জগতে অস্তিত্ব খোয়ান।
এহেন অভিনেত্রী মন্দাকিনী শোভাযাত্রা শেষে মন্দাকিনী বলেন,’বর্ধমানে এসে দেখলাম সবাই কি সুন্দরভাবে ঈদ পালন করছেন। এটা সম্ভব হয়েছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই। তাঁর জন্যই এখানে সবাই ভালভাবে ঈদ পালন করতে পারছেন ।’
দেখুন ভিডিও 👇
এনিয়ে জেলা বিজেপির সহ-সভাপতি সৌম্যরাজ
সৌম্যরাজ বন্দ্যোপাধ্যায় বলেন,’এমনটা প্রচার করা হচ্ছে যেন দেশের কোথাও শান্তিতে ঈদ পালন হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার আগে বাংলায় তাহলে কি ঈদ উৎসব পালিত হত না । বিতর্কিত নায়িকা মন্দকিনীর কোন কথার গুরুত্ব আছে বলে দেশের কোন মানুষ মনে করেন না।’।