এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,২৮ ফেব্রুয়ারি : বাজার করতে বেড়িয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের ৷ ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের শিলিগুড়িতে । নিহতের নাম উত্তম দাস (৪৮)। তাঁর বাড়ি শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে । সোমবার সন্ধ্যায় তিনি বাজারহাট করতে বেড়িয়েছিলেন । কিন্তু তিনি ফুলেশ্বরীতে রেল গেট পার করার সময় হঠাৎ একটি ট্রেন চলে আসে । ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন উত্তম । তড়িঘড়ি তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু তার আগেই মৃত্যু হয় তাঁর । উত্তমবাবুর একটি চোখে সমস্যা ছিল। সম্ভবত সেই কারনেই ট্রেনটি তাঁর নজর পড়েনি বলে মনে করা হচ্ছে । শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে মঙ্গলবার নিহতের বাড়িতে যান স্থানীয় কাউন্সিলার লক্ষ্মী পাল । জানা গেছে,ডাবগ্রামের সুর্যনগর মাঠের পাশে একটি দোকান রয়েছে উত্তম দাসের । মূলত সেই দোকানের উপার্জন থেকেই তিনি বৃদ্ধ মা, বাবা, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ৫ জনের সংসার চালাতেন । আচমকা তাঁর মৃত্যুতে কার্যত পথে বসে গেছে পরিবারটি ।।